'এবার বাবা বাড়ি ফিরে আসবে, খুব মজা হবে', খুশিতে অপেক্ষার প্রহর গুনছে পূর্ণমের ছেলে আরব...
আজকাল | ১৫ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: আর টেনশান নেই ছোট্ট আরবের। এবার সে আবার নিয়মিত স্কুলে যাবে। সে জেনেছে, তার বাবা দেশে ফিরে এসেছে। বাড়িতেও আসবে, খুব তাড়াতাড়ি। বাড়ির ছোট হলেও, তারও বেশ চিন্তা হচ্ছিল। আগে বাবা তাকে রোজ ফোন করত। ভিডিও কলে দেখা হতো। ওই ঘটনার পর, অনেক দিন ধরে বাবা তাকে ফোন করেনি। বাড়িতে সকলকে পাকিস্তান নিয়ে বিস্তর আলোচনা করতেও শুনেছে গত কয়েকদিনে।
এই ক' দিন বাবার ছবির সঙ্গে তাকে কথা বলতে হতো। এদিন তার কথা হয়েছে বাবার সঙ্গে। তাও আবার ভিডিও কলে। তাই খুব আনন্দ ছোট্ট আরবের মনে। এবার সে স্কুলে যাবে। বাবা বাড়ি ফিরে আসলে খুব খেলা হবে। মজা হবে। এবার সেই অপেক্ষায় রয়েছে পূর্নমের ছেলে আরব। যেদিন তার বাবাকে বন্দি করেছিল পাকিস্তান, তারপর দিন থেকে স্কুলে যাওয়া বন্ধ হয়েছিল আট বছরের ছোট্ট আরবের। তার পর কেটে গেছে ২২ দিন। বাবার সঙ্গে তার কোনও কথা হয়নি। বাড়িতে সবাই কান্নাকাটি করতো। ফলে, কিছু বুঝতে পেরে, একেবারেই চুপচাপ হয়ে গিয়েছিল সে। এতদিন সব সময় মায়ের পাশে ঘুরঘুর করেছে। সকলের কথা শুনেছে। কিছু বুঝতে পারেনি। আর মাঝে মধ্যেই মাকে বলেছে 'মুঝে পাপা চাহিয়ে'। মা সান্ত্বনা দিয়ে বলতেন বাবা ফিরে আসবে।
বয়স কম হলেও যথেষ্টই বোঝে পূর্নমের ছেলে আরব। মায়ের সঙ্গে গিয়ে ঘুরে দেখে এসেছে তার বাবার কর্মস্থল। ফিরোজপুর বর্ডার পেরিয়ে পাকিস্তানের হাতে বন্দি হয়েছিলেন বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। বুধবার তার মুক্তির খবর পাওয়া মাত্রই খুশির হাওয়া রিষড়ার বাড়িতে। এদিন ঘরে বসে যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন মা রজনী। আরব তখন পাশে বসে খেলনা গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত।
এদিন তার কেমন লাগছে? এই প্রশ্নের উত্তরে আরব জানায় 'বাবা আমাকে খুব ভালোবাসে। আমাকে অনেক জায়গায় বেড়াতে নিয়ে গেছে। অনেক উপহারও দেয়। এতদিন বাবার ছবির সঙ্গে কথা বলেছি। এদিন সত্যি সত্যি করে বাবার সঙ্গে কথা বলেছি। এবার মনে শান্তি হল। বাবা বাড়ি এলে তার কোলে বসে খেলব। পিঠে বসে ঘোড়া ঘোড়া খেলব।অনেক মজা হবে। বাবা আমাকে ফোনে বলল, বেটা চিন্তা কোরো না।পড়াশোনায় মন দাও। আমি তাড়াতাড়ি ফিরব।'ছবি পার্থ রাহা।