• বাসিন্দারা আগে করেছিলেন, এবার মন্ত্রীও প্রকাশ্যেই হাওড়া পুরনিগমের কাজে ক্ষোভ প্রকাশ করলেন...
    আজকাল | ১৫ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হাওড়া পুরনিগমের নাগরিক পরিষেবা নিয়ে এবার প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী ও হাওড়ার তৃণমূল কংগ্রেস নেতা অরূপ রায়। মঙ্গলবার সন্ধেয় পুরসভার টাউন হলে এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ তাঁর কাছে নিয়মিত অভিযোগ করছেন। আর সমস্যা আছে বলেই মানুষ অভিযোগ করছেন।

    উল্লেখ্য, গত প্রায় সাত বছর হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। প্রশাসক পুরসভা পরিচালনা করছেন। গত তিন বছর ধরে প্রশাসকমণ্ডলীর প্রধান সুজয় চক্রবর্তীর নেতৃত্বে এই পুরনিগম  কাজ করছে।

    মঙ্গলবার হাওড়া পুরনিগমের সদর দপ্তরে নতুন কন্ট্রোল-রুম এবং কনফারেন্স রুমের উদ্বোধনে এসে পুরনিগমের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অরূপ।  হাওড়া পুরনিগমের  প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান, বোর্ডের সদস্য, কমিশনার এবং ইঞ্জিনিয়ারদের সামনেই এই ক্ষোভ উগরে দেন তিনি।  বলেন, 'শহরের জঞ্জাল পরিষ্কার হচ্ছে না। বৃষ্টিতে জল জমে যাচ্ছে। রাস্তা খারাপ। এসব নিয়ে সাধারণ মানুষ তাঁদের অভিযোগ করছেন। সমস্যা আছে বলেই মানুষ অভিযোগ করছেন। তাদের অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে দেখা এবং সমস্যার সমাধান করা উচিত।' 

    নাগরিক পরিষেবায় পুরনিগমের এই খামতি আগামী বিধানসভা নির্বাচনে কোনও প্রভাব পড়বে কিনা তা জানতে চাওয়া হলে তিনি বলেন, 'নির্বাচন এলে তবে বোঝা যাবে।'  এই প্রসঙ্গে পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, 'পুর পরিষেবার ক্ষেত্রে কাজের শেষ নেই। কোনও এক জায়গার রাস্তা তৈরি হলে অন্য জায়গার রাস্তা ভাঙতে পারে। তাই সব সময় আরও ভাল পরিষেবার সুযোগ আছে। কীভাবে আরও ভাল পরিষেবা দেওয়া যায় সে ব্যাপারে অরূপ রায় বলতে চেয়েছেন। আমরা তাঁর পরামর্শ মেনে চলব।'
  • Link to this news (আজকাল)