• গঙ্গাসাগর সেতু নির্মাণে ৩০জন জমিদাতাকে ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার
    দৈনিক স্টেটসম্যান | ১৫ মে ২০২৫
  • গঙ্গাসাগর সেতু নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সাগরদ্বীপে যাতায়াতের পথ আরও সুগম করতে মুড়িগঙ্গা নদীর উপর এই সেতু নির্মাণের পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে মোট ২২ জন জমিদাতাকে জমির ক্ষতিপূরণ হিসেবে ৪৮ লক্ষ টাকার ড্রাফট প্রদান করা হয়েছে। প্রথম দফায় কাকদ্বীপের মোট ৮ জন জমিদাতাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এবার মঙ্গলবার সেতু ও অ্যাপ্রোচ রোড তৈরির জন্য মুড়িগঙ্গার একপারে কচুবেড়িয়ার দিকে ১৪জন জমিদাতাদের দ্বিতীয় দফায় ক্ষতিপূরণের ড্রাফট প্রদান করা হয়েছে।

    এব্যাপারে সাগরের বিডিও কানহাইয়াকুমার রায় জানান, এদিন দ্বিতীয় দফায় মোট ১৪জন জমিদাতাকে ক্ষতিপূরণ হিসেবে ১৯ লক্ষ টাকার ড্রাফট দেওয়া হয়েছে। এর আগে গত ৩ মে প্রথম দফায় মোট আটজন জমিদাতাকে ক্ষতিপূরণ হিসেবে ২৯ লক্ষ টাকার ড্রাফট দেওয়া হয়েছিল। এদিন দ্বিতীয় দফায় ১৪ জন জমির মালিকদের হাতে ক্ষতিপূরণের ড্রাফট তুলে দেন সাগরদ্বীপের বিডিও-সহ স্থানীয় সাগর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ বালেশ্বর এবং বিএলআরও শুভ্রাংশু ঘটক।

    জানা গিয়েছে, রাজ্য সরকার এই সেতু নির্মাণের জন্য কচুবেড়িয়ার দিকে মোট ৩৯ জনের জমি ও পানবরজ অধিগ্রহণ করবে। সেখানে এ পর্যন্ত ২২ জনের জমি অধিগ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জমিদাতাদের হাতেই ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে। আবার মুড়ি গঙ্গার অপার পারে কাকদ্বীপের আরও ৮জন জমিদাতাকে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ফলে সাগরদ্বীপ ও কাকদ্বীপ মিলিয়ে এপর্যন্ত মোট ৩০ জন জমিদাতাকে ৮৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

    কাকদ্বীপের বিডিও ঋক গোস্বামী বলেন, মুড়িগঙ্গার অপরপারে লট নম্বর ৮-এর দিকে প্রথম দফায় ৮ জনের জমি অধিগ্রহণ করা হয়েছে। ওই ৮ জন জমিদাতাকে ৪০ লক্ষ টাকার ড্রাফট প্রদান করা হয়েছে। এটা কাকদ্বীপের লট নম্বর আটের দিকে অবস্থিত। লট নম্বর ৮-এর দিকে মোট ১৩৯ জন জমির মালিকের জমি অধিগ্রহণ করার কথা রয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)