বিধান সরকার: স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করেছিল পুলিস। তিনদিন পর পুলিস লকআপে মৃত্যু স্বামীর! পুলিস সূত্রে খবর, হঠাত্ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তিও করা হয়। ঘটনাটি ঘটেছে হুগলি চুঁচুড়ায়।
পুলিস সূত্রে খবর, মৃতের নাম উজ্জ্বল শীল। হুগলির কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিয়নগর দক্ষিণ এলাকায় স্ত্রী সুপর্ণা ঘোষকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। সুপর্ণার দ্বিতীয়পক্ষের স্বামী ছিলেন উজ্জ্বল। বেশ কিছুদিন ধরেই প্রথমপক্ষের ছেলে ও বৌমার সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছিলেন সুপর্ণা। তাই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। আয়ার কাজ করতেন সুপর্ণা। রবিবার রাতে ভাড়া বাড়িতেই স্ত্রীকে উজ্জ্বল কুপিয়ে খুন করেন বলে অভিযোগ। সেদিনই তাঁকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিস। পরেরদিন সোমবার নিয়মাফিক ধৃতকে পেশ করা হয় আদালতে। তবে প্রথমে সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হলেও ২ দিন পর তাঁকে জেলে পাঠিয়ে দেয় আদালত।
এদিকে গতকাল মঙ্গলবার সকালেই জেলেই অসুস্থ হয়ে পড়েন উজ্জ্বল। তাঁকে ভর্তি করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। আজ, বুধবার সকালে মৃত্যু হয় অভিযুক্তের। হাসপাতালের সুপারিনটেনডেন্ট অমিতাভ মণ্ডল জানান, গতকাল সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে অভিযুক্ত উজ্জ্বল শীলকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি মারা যান। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে।