• শান্তিনিকেতনে সনসনি! ৫ ঘণ্টা লালবাঁধের জলে ভাসছে 'বডি', পুলিস এসে টেনে তুলতেই...
    ২৪ ঘন্টা | ১৫ মে ২০২৫
  • প্রসেনজিত্ মালাকার: বিশ্বভারতীর ক্যাম্পাসের পাশেই লালবাঁধ দীঘিতে ৫ ঘণ্টা ধরে জলে ভাসছিল একটি 'দেহ'! মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শান্তিনিকেতন জুড়ে। বহু লোকের জমায়েত হয়ে যায়। খবর পেয়ে হাজির হয়ে যায় শান্তিনিকেতন থানার পুলিস।

    পুলিস প্রস্তুতি নিতে থাকে দেহ তোলার জন্য। টানটান উত্তেজনার মধ্যেই জল থেকে তোলা হয় 'দেহ'। আর তারপর... পুলিস দেখেই 'মৃত' হয়ে গেল জীবিত! নিজেই পায়ে হেঁটে সে উঠল পুলিসের গাড়িতে! এই ঘটনায় রবি ঠাকুরের শান্তিনিকেতন জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। 

    জানা গিয়েছে, ওই যুবকের নাম শম্ভু হেমব্রম। শান্তিনিকেতনের বাগান পাড়াতে বাড়ি। জল থেকে তোলার পর তাঁকে শান্তিনিকেতন থানায় নিয়ে যাওয়া হয়। সুস্থ আছে ওই যুবক। এলাকাবাসীদের অভিযোগ, নিত্যদিন এলাকায় বসে নেশার ঠেক। তারই ফলে এই ঘটনা।

  • Link to this news (২৪ ঘন্টা)