• নবদ্বীপের গঙ্গায় বিশালাকার ভয়ংকর কুমির! ঘাটে স্নান করতে নামতেই...
    ২৪ ঘন্টা | ১৫ মে ২০২৫
  • অনুপ দাস: নদীয়ার গঙ্গায় ভয়ংকর কুমির! নদীয়ার নবদ্বীপের রানির ঘাটে গঙ্গায় কুমির আতঙ্ক। বিশাল আকারের কুমির ভেসে বেড়াচ্ছে গঙ্গায়। আর সেই কুমিরকে দেখেই আতঙ্কিত নদীর পাড়ে স্নান করতে আসা বহু পুণ্যার্থী থেকে সাধারণ মানুষ।

    নদিয়ার গঙ্গায় বিশাল কুমির!

    প্রতিদিনের মতো আজও নদীয়ার নবদ্বীপের রানির ঘাটে একাধিক মানুষ গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। এরপরই হঠাৎ করে গঙ্গায় ভাসতে দেখা যায় এক বিশালাকার কুমিরকে। তারপরই আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন নদী পাড়ে থাকা পুণ্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষরা। গঙ্গায় কুমির দেখতে পাওয়া যাওয়ার পর ইতিমধ্যেই সাধারণ মানুষ খবর দেয় স্থানীয় প্রশাসনকে।

    কুমিরটিকে ধরার চেষ্টা চলছে...

    বনদফতরকেও জানানো হয়েছে পুরো বিষয়টি। প্রশাসনিক স্তরে জানা গিয়েছে, বনদফতরের সঙ্গে যৌথভাবে ওই কুমিরটিকে ধরার চেষ্টা করা হচ্ছে। কুমিরটিকে দেখে রীতিমতো আতঙ্কিত এবং চিন্তায় নদীর তীরবর্তী এলাকার মানুষরা। স্থানীয় কাউন্সিলর মিহির কান্তি পাল জানিয়েছেন, "আমরা এই বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে যা করণীয়, তাই করার ব্যবস্থা করছি।" পাশাপাশি সকলে যাতে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করেন, সেই বার্তাও দেন তিনি।

     

  • Link to this news (২৪ ঘন্টা)