• ব্রেন স্ট্রোকে আক্রান্ত তেহট্টের বিধায়ক
    প্রতিদিন | ১৫ মে ২০২৫
  • রমণী বিশ্বাস, তেহট্ট: নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো বিধায়ক হাসপাতালে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা। ভর্তি কলকাতার বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিধায়কের ব্রেন ডেথ হয়েছে।

    ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন তাপস সাহা। ২০২১ সালে তাঁর বিধানসভা কেন্দ্র পরিবর্তন করে দল। তেহট্ট থেকে নির্বাচিত হন তাপস। এরপর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় তাঁর। বাড়িতে সিবিআইও হানা দেয়। তল্লাশি হয়, কণ্ঠস্বরও সংগ্রহ করে তদন্তকারীরা। এর মাঝেই বুধবার নিজের বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)