৩ ঘণ্টায় ২২ জনকে কামড়! কুকুরের আতঙ্কে কাঁপছে পুরুলিয়া
প্রতিদিন | ১৫ মে ২০২৫
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: তিন-চার জন নয়। নয় সাত-আট জন। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন ঘন্টায় কামড় বসিয়েছে ২২ জনকে। সেই সঙ্গে কামড়েছে একাধিক গবাদি পশুকেও। আর তারপরেই উধাও হয়ে গিয়েছে ওই কুকুর। ফলে ওই কুকুরের আতঙ্কে রীতিমতো কাঁটা পুরুলিয়ার আড়শা। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আড়শার পথ ঘাট একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ওই এলাকায় ঘর থেকে বার হতে চাইছেন না কেউ। ঘর থেকে বার হলেই সঙ্গে থাকছে লাঠি। ওই কুকুরের কামড়ে এক মহিলার অবস্থা গুরুতর। আড়শার বাসিন্দা কৌশল্যা কর্মকার নামে ওই মহিলাকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের ফিমেল সার্জিক্যালে তিনি ভর্তি। তার হাতে ও বুকে কামড় বসিয়েছে ওই কুকুর। আড়শার বিডিও গোপাল সরকার বলেন, ” বিষয়টি আমি শুনেছি। এরপরেই আমি পঞ্চায়েতকে জানিয়ে দিয়েছি। বলা হয়েছে মাইকিং করে মানুষজনকে সতর্ক করতে। তবে কুকুরটির কোন হদিশ পাওয়া যাচ্ছে না।”
এদিকে ওই পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, মানুষজনকে সতর্ক করার কাজ করলেও ওই কুকুর ধরার মতো তাদের কোনো পরিকাঠামো নেই। পরিকাঠামো নেই প্রাণিসম্পদ বিকাশ বিভাগের কাছেও। এদিকে আতঙ্কে আড়শা কার্যত ঘরবন্দি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত আড়শার করনডি মোড় থেকে আড়শা বাজার পর্যন্ত মোট ২২ জনকে কামড় বসায়। কখনও মানুষজনের উপর রীতিমতো ঝাঁপিয়ে পড়ে। আবার কখনও রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করেই পথ চলতি মানুষের হাতে কামড় দিয়ে দেয়। ওই দিন বিকাল থেকে হঠাৎ করে কুকুরের ওই তাণ্ডবে রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে যায়। ওই কুকুরের কামড়ে জখম পুরুষ- মহিলাদের সিরকাবাদ ব্লক হাসপাতালে নিয়ে যেতে হয়। আড়শা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক তনয় কৈবর্ত বলেন, “মোট ২২ জনকে কুকুরে কামড়ানোর ইনজেকশন দেওয়া হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর থাকায় তাকে আমরা রেফার করেছি।”
আড়শা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার সময় অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়ার সময় ওই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে কটি গবাদি পশুকে কামড় দিয়েছে তার মধ্যে সব কটি গরু। এলাকার মানুষজন বলছেন, তিন থেকে ছটি গরুকে ওই কুকুরটি কামড় বসিয়েছে। আড়শা ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক উজ্জ্বল দত্ত বলেন, ” শুনেছি কয়েকটি গবাদি পশুকে একটি কুকুর কামড় বসিয়েছে। কিন্তু গবাদি পশুর চিকিৎসায় আমাদের কাছে কেউ যোগাযোগ করেননি। এ বিষয়ে আমার বিডিওর সঙ্গে কথা হয়েছে। আমরা প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রাকে খবর দিয়েছি। তবে কুকুর ধরার আমাদের কোন পরিকাঠামো নেই।”
যে মহিলা গুরুতর জখম হয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন সেই কৌশল্যা কর্মকার বলেন, ” মঙ্গলবার বিকালে আড়শা এলাকায় একটি নলকূপ থেকে জল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই হটাৎ করে একটি কুকুর আমার ওপরে ঝাঁপিয়ে পড়ে। হাতে ও বুকে কামড় বসায়। হাত থেকে জলের পাত্র পড়ে যায়। গলগল করে রক্ত বার হতে থাকে। ” ওই এলাকার মানুষজন জানিয়েছেন, অবিলম্বে ওই কুকুরটিকে ধরে প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওই কুকুর স্বাভাবিক নাকি অন্য কিছু বিষয় সেই বিষয়টি দেখতে হবে প্রশাসনকে।