দুর্গাপুজোর থিমে পুরীর জগন্নাথ ধাম! হুগলির মণ্ডপে থাকবে জগন্নাথ-বলরাম-সুভদ্রার নিমকাঠের বিগ্রহ
প্রতিদিন | ১৫ মে ২০২৫
সুমন করাতি, হুগলি: এবারের দুর্গাপুজোয়ও জগন্নাথ ধামের ছোঁয়া! পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে তৈরি হবে মণ্ডপ। সেখানে থাকবে নিম কাঠ দিয়ে নির্মিত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। এই ভাবনাতেই ৬৯তম বর্ষে চমক দিতে চলেছে হুগলির কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো।
Link to this news (প্রতিদিন)