• স্ত্রীকে খুনের দায়ে গ্রেপ্তার, ৭২ ঘণ্টার মধ্যে জেল হেফাজতে মৃত্যু স্বামীর, তদন্তে পুলিশ
    প্রতিদিন | ১৫ মে ২০২৫
  • সুমন করাতি, হুগলি: রবিবার স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে চুঁচুড়ার উজ্জ্বল শীলের বিরুদ্ধে। জেল হেফাজতে থাকাকালীন বুধবার মৃত্যু হল তাঁর। এদিন সকাল দশটা নাগাদ ইমামবাড়া হাসপাতালে উজ্জ্বলের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    জেল সূত্রে জানা গিয়েছে, রবিবার স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে  চুঁচুড়া থানার পুলিশ উজ্জ্বলকে আদালতে পেশ করে। দু’দিন পুলিশি হেফাজতে থাকার পর আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয়। হেফাজতে থাকার সময় মঙ্গলবার রাতে উজ্জ্বলের শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে।

    হাসপাতালের সুপারিনটেনডেন্ট অমিতাভ মণ্ডল জানান, “মঙ্গলবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে অভিযুক্ত উজ্জ্বল শীলকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবারের সকালে তিনি মারা যান।” তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

    প্রসঙ্গত, হুগলির কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিয়নগর দক্ষিণ এলাকার বাসিন্দা উজ্জ্বল। বছর তিনেক আগে স্ত্রী সুপর্ণা ঘোষের সঙ্গে ওই বাড়িতে থাকা শুরু করেন। সুর্পাণার দ্বিতীয় পক্ষের স্বামী উজ্জ্বল। সুপর্ণা বেশকিছু দিন ধরে প্রথম পক্ষের ছেলে-বউমার সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেন। তা নিয়ে অশান্তি চলছিল দু’জনের। অভিযোগ, সেই রাগে স্ত্রীকে কুপিয়ে খুন করেন উজ্জ্বল। আরও জানা যায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন উজ্জ্বল। খুনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করার পর এবার মৃত্যু হল তাঁর। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)