টোটোর বিরুদ্ধে অভিযান, ডানপাশে রড বসিয়ে অবশেষে ছাড়া হল থানা থেকে
বর্তমান | ১৫ মে ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: বেয়াদব টোটো! মানছে না ট্রাফিক আইন। এই অভিযোগ পেয়ে চলল প্রশাসনিক অভিযান। ময়নাগুড়ি শহর থেকে একের পর এক টোটো ধরপাকড় হল। এরপর সেগুলিকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। ট্রাফিক পুলিসের পক্ষ থেকে টোটোচালকদের জানিয়ে দেওয়া হয়, আপনারা লোহার রড নিয়ে এসে টোটোর ডান পাশে ঝালাই করুন। তবেই টোটো ছাড়া হবে। এরপর টোটোচালকরা একত্রিত হয়ে ঝালাই কর্মীকে নিয়ে আসেন। সেই সঙ্গে লোহার রডও নিয়ে আসেন। থানায় চলে রড ঝালাইয়ের কাজ। এরপর ছাড়া হয় টোটোগুলি। ময়নাগুড়ি থানা ও ট্রাফিক বিভাগ যৌথ উদ্যোগে এই অভিযান চলে। টোটোচালকদের উদ্দেশে বার্তা দেওয়ার জন্যই এই অভিযান বলে জানিয়েছেন পুলিস আধিকারিকরা।
অভিযানে ছিলেন আইসি সুবল ঘোষ, ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস সহ অন্যরা। ময়নাগুড়ির বল খেলার মাঠ সংলগ্ন রাস্তা, থানা রোড এবং ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় চলে অভিযান। আটক করা হয়েছিল ৬০টি টোটো। কিন্তু একাধিক বৈঠকের পরও প্রশাসনিক নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ময়নাগুড়ি শহরের দাপিয়ে বেড়াচ্ছে টোটো। এদিন এমন অভিযোগের বিষয়ে টোটোচালক বিশ্বজিৎ সাহা, মানিক রায় বলেন, বুঝতে না পেরেই আমরা টোটোর ডানদিকে লোহার রড লাগাইনি। তবে প্রশাসন আমাদের টোটো আটক করেছিল। আমরা লোহার রড বসিয়েছি। এরপর থেকে প্রশাসনিক নির্দেশ মেনে আমরা চলব।
আইসি বলেন, দুর্ঘটনা রোধে টোটোর ডানদিকে রড লাগানো বাধ্যতামূলক। আমরা বিভিন্নভাবে এর আগেও বৈঠক করে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছু টোটোচালক সেই নিয়ম না মানায় তাদের আটক করা হয়েছে। এরপরেও কোনও টোটোচালক আইন না মানলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এইরূপ অভিযান আমাদের লাগাতার চলবে। নিজস্ব চিত্র।