• চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের মাসিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ১৫ মে ২০২৫
  • ২০১৬ সালে এসএসসি-র চাকরি বাতিল মামলায় শিক্ষকদের সঙ্গে চাকরি হারিয়েছেন গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীরাও। সুপ্রিম কোর্টের রায়ে তাঁদের চাকরি হারানো নিয়ে যখন সারা রাজ্য তোলপাড়, তখন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, চাকরি হারানো এইসব শিক্ষা কর্মীদের আপাতত আর্থিক ‘অনুদান’ দেবে রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মন্ত্রিসভার অনুমোদন পেলেই এপ্রিলের অনুদান তাঁদের দেওয়া হবে বলে জানানো হয়েছে।

    জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পূর্বের ঘোষণা মতোই ২৫ হাজার টাকা করে অনুদান পাবেন গ্রুপ ‘সি’ কর্মীরা এবং ২০ হাজার টাকা করে পাবেন গ্রুপ ‘ডি’ কর্মীরা। আদালতে যতদিন মামলা চলবে ততদিন চাকরিহারা শিক্ষা কর্মীরা তাঁদের সংসার চালানোর জন্য এই অনুদান পাবেন বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যাতে জনস্বার্থ মামলা দায়ের না হয়, সে বিষয়ে আগাম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

    মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, শ্রম দপ্তরের অধীনে রাজ্য সরকার যে প্রকল্প নিয়েছে, তার পোশাকি নাম ‘ওয়েস্টবেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম’। এই প্রকল্পের মাধ্যমেই রাজ্য সরকার অনুদান দেবে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের। এ নিয়ে যাতে জনস্বার্থ মামলা (পিআইএল) না-হয়, সে ব্যাপারে রাজ্য সরকার আটঘাট বেঁধে রেখেছে। তিনি বলেন, ‘এখানে কিছু লোক আছে কথায় কথায় পিল খায় আর কিল মারে। চাকরি দেওয়ার মুরোদ নেই কিল মারার গোসাঁই!’

    উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া ২৫ হাজার ৭৫২জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গেলেও পুনর্বিবেচনার মামলা নিষ্পত্তি না-হাওয়া পর্যন্ত স্কুলে যেতে পারবেন চাকরি হারানো শিক্ষকরা। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই অনুমোদন দেয়নি আদালত। সে কারণেই বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হয় রাজ্য সরকারকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)