• কয়েক ঘণ্টায় ঝেঁপে আসছে কাঁপানো ঝড়-বৃষ্টি, ৪ জেলায় ভারী বর্ষণ, রইল বিরাট অ্যালার্ট ...
    আজকাল | ১৫ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে আকাশের মুখভার। আজ চড়া রোদে অস্বস্তি উধাও। আগামী সাতদিন বাংলা জুড়ে চরম দুর্যোগের ঘনঘটা। একটানা তাণ্ডব চালাবে কালবৈশাখী। কয়েকটি জেলায় হবে ভারী বৃষ্টিও। একটানা ঝড়বৃষ্টিতে কমবে তাপমাত্রার পারদ। মে মাসের মাঝামাঝি বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার বড় অ্যালার্ট জারি করল হাওয়া অফিস। 

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টা পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। 

    আজ থেকে একটানা সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী চারদিন দক্ষিণবঙ্গ জুড়ে জারি রয়েছে হলুদ সর্তকতা। আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

    আগামী সাতদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী তিনদিন উত্তরবঙ্গের সব জেলায় জারি হলুদ সর্তকতা। 
  • Link to this news (আজকাল)