প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা, রাজনৈতিক মহলে শোকের ছায়া
বর্তমান | ১৫ মে ২০২৫
অগ্নিভ ভৌমিক, ১৫ মে: তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা প্রয়াত। আজ, বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৮:১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। সূত্রের খবর, গতকাল, বুধবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বিধায়ক। এরপরই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তাপসবাবু। এর আগেও একাধিকবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তাপস সাহা ছিলেন তৃণমূল কংগ্রেসের একজন বর্ষীয়ান এবং অভিজ্ঞ নেতা।২০১৬ সালে নদীয়ার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি। পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তেহট্ট কেন্দ্র থেকে জয়ী হয়ে আবার বিধায়ক পদে আসীন হন তাপস বাবু। তাঁর রাজনৈতিক জীবন বিতর্কহীন ছিল না। ২০২৩ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে উঠে আসে তাঁর নাম। অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক কোটি টাকা তুলেছিলেন তিনি। সেই বছরই নদীয়ার তেহট্টে তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে টানা ১৫ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালানো হয়। তাপস বাবুর আকস্মিক মৃত্যুতে তেহট্ট সহ গোটা নদীয়া জেলায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় সহকর্মী থেকে শুরু করে রাজনৈতিক বিরোধীরাও গভীর শোকপ্রকাশ করেছেন। তাপস সাহার মৃত্যুতে এক অভিজ্ঞ জননেতাকে হারাল রাজ্য রাজনীতি। সম্প্রতি ফেব্রুয়ারি মাসে নদীয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ প্রয়াত হন। তারপরেই নদীয়ায় আরও এক তৃণমূল বিধায়কের মৃত্যুতে ঘাসফুল শিবিরে শোকের ছায়া নেমে এসেছে।