আজ, বৃহস্পতিবার কখন ঝড়-বৃষ্টি হতে পারে? যা জানাল হাওয়া অফিস..
বর্তমান | ১৫ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আজ, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে গরম থেকে কিছুটা স্বস্তি পাবেন বঙ্গবাসীরা। গত কয়েকদিন ধরেই অস্বস্তিকর গরমের জেরে নাজেহাল হয়েছিলেন সাধারণ মানুষ। হাওয়া অফিসের পূর্বাভাস, এদিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে।যার ফলে একধাক্কায় অনেকটাই কমতে পারে তাপমাত্রা। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, বৃহস্পতিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।