• প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা
    দৈনিক স্টেটসম্যান | ১৫ মে ২০২৫
  • প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি তেহট্ট থেকে নির্বাচিত হয়েছিলেন। বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া তেহট্টে।

    দলীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তাপস সাহা। কয়েক মাস আগে বেঙ্গালুরুতে যান চিকিৎসার জন্য। কিছুটা সুস্থ হতেই ফের দলীয় কাজকর্ম শুরু করেন। কিন্তু বুধবার ফের অসুস্থ হয়ে পড়েন। বুধবারই তেহট্টে নিজের বাড়িতে ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। ব্রেন ডেথও হয়েছিল। বৃহস্পতিবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)