• প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন
    আজকাল | ১৫ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। বৃহস্পতিবার সকাল ৮ টা ১৫ নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

    জানা গেছে, গতকাল অর্থাৎ বুধবার সকালে বিধায়ক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাড়িতেই। এরপর দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় তেহট্টের মহকুমা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মস্তিষ্কে রক্তকরণ হয়েছে বলে জানা গিয়েছিল। গতকাল রাতে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেও অবস্থার উন্নতি হয়নি। 

    আজ সকালে বিধায়ককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। তারপর বেঙ্গালুরুতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। এরপর অবশ্য আগের উদ্যোমেই দলের কাজকর্ম শুরু করেন। কিন্তু বুধবার ফের অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হলেও আর শেষ রক্ষা হয়নি।
  • Link to this news (আজকাল)