ভারত বিদ্বেষী ভাষণ সমাজমাধ্যমে শেয়ার, বহরমপুর থেকে গ্রেপ্তার যুবক...
আজকাল | ১৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত বিদ্বেষী ভাষণ নিজের সমাজমাধ্যমের পাতায় শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার রাঙ্গামাটি এলাকায়। ধৃত যুবককে বৃহস্পতিবার বহরমপুর আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বহরমপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে একাধিক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে ভারতের বিরুদ্ধে ঘৃণা ভাষণের আপত্তিকর ওই ভিডিওটি ইতিমধ্যেই ধৃত যুবকের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়েছে।
সূত্রের খবর, ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযান চালাচ্ছিল সেই সময় এক ব্যক্তি আপত্তিকর একটি ভাষণ দেয়। মুর্শিদাবাদের বহরমপুর থানার রাঙ্গামাটি চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ২৯ বছরের ওই যুবক এরপর সেই ভাষণ নিজের ব্যক্তিগত সমাজমাধ্যমের পাতায় শেয়ার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক যে ভারত বিদ্বেষী ভাষণ নিজের সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেছিল, তা একাধিক ব্যক্তি পরে শেয়ার করে।