• ধূপগুড়িতে বজ্রপাতে মৃত কৃষক, গুরুতর জখম স্ত্রী ও মেয়ে
    আজকাল | ১৫ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ধূপগুড়িতে বজ্রপাতে মৃত এক কৃষক। বৃহস্পতিবার সকালে বজ্রপাতে মারা যান প্রভাত রায় (৪২) নামে ওই কৃষক। 

    জানা গেছে, ধূপগুড়ি ব্লকের ময়নাতলি এলাকার বাসিন্দা প্রভাত রায় জমিতে ঢেঁড়স চাষ করেছিলেন। বাজারে নিয়ে যাবেন বলে প্রভাত বাবু স্ত্রী ও মেয়েকে নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ক্ষেতে গিয়ে ঢেঁড়স তুলছিলেন। ঢেঁড়স তোলার সময়ই তাদের ওপর বজ্রপাত হয়। প্রভাত বাবু ছাড়াও স্ত্রী বাসন্তি ও মেয়ে জখম হন। ঢেঁড়স ক্ষেতেই তিন জন পড়েছিলেন। এই দৃশ্য দেখতে পেয়েই স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রভাত রায়কে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে প্রভাতের স্ত্রী বাসন্তী রায়ের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জলপাইগুড়ি স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সাতসকালে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

     
  • Link to this news (আজকাল)