গুসকরা ও কালনা থেকে পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়া পোস্ট, চারজন গ্রেপ্তার...
আজকাল | ১৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পূর্ব বর্ধমান জেলার গুসকরা ও কালনা থেকে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানপন্থী ও ভারতবিরোধী পোস্ট করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গুসকরার বাসিন্দা শাহরুখ শেখ এবং কালনার নূর মহম্মদ শেখকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহরুখ শেখ ফেসবুকে একটি পাকিস্তানি যুদ্ধবিমানের ছবি দিয়ে লেখেন, "এই রাজা ভারতের ৪টি রাফাল ধ্বংস করেছে" এবং "Hi my jaan Pakistani"। পোস্টটি ভাইরাল হলে এলাকায় ক্ষোভ ছড়ায়। স্থানীয় এক ব্যক্তি থানায় অভিযোগ করেন।
অন্যদিকে, নূর মহম্মদ শেখ ফেসবুকে দুটি বিতর্কিত ছবি পোস্ট করেন। একটি ছবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দেখা যায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেল্ট দিয়ে মারতে, ক্যাপশন: "বাবুজি কিয়া হুয়া দেখিয়ে"। আরেকটিতে মোদির উপর ক্ষেপণাস্ত্র আক্রমণের দৃশ্য দেখানো হয়।
উভয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নবনির্মিত ভারতীয় ন্যায় সংহিতা-এর ১৪৭, ১৫২, ১৯৬(১), ১৯৭(১), ২৯৯, ৩৫২, ৩৫৩(১)(২) ধারায় মামলা হয়েছে।
কালনা আদালত নূর মহম্মদের পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, "আমি অশিক্ষিত, ব্যাপারটা বুঝতে পারিনি। আমি অনুতপ্ত।"
তিন দিনের মধ্যে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের পোস্টের অভিযোগে।