খুঁটিপুজোর মাধ্যমে মণ্ডপের থিম প্রকাশ করলেন নদিয়ার আইটিআই মোড় লুমিনাস ক্লাবের উদ্যোক্তারা। থিম প্রকাশে আইটিআই মোড় মাঠে উপচে পড়ল ভিড়। এবার লুমিনাস ক্লাবের মণ্ডপের থিম হল মায়ানমারের সিনবিউম প্যাগোডা। লুমিনাস ক্লাবের মণ্ডপের থিম কী হবে, এই নিয়ে বেশ উৎসুক ছিলেন কল্যাণীবাসী থেকে দূর-দূরান্তের দর্শনার্থীরা। থিম প্রকাশ হতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন তাঁরা। নদিয়ার লুমিনাস ক্লাবের পুজো মানেই চমক, দেশ-বিদেশের দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
লুমিনাস ক্লাবের পুজোর অন্যতম উদ্যোক্তা অরূপ মুখার্জি বলেন, বৌদ্ধদের পবিত্র সিনবিউম প্যাগোডা আদলে তৈরি হচ্ছে এ বারের মণ্ডপ। গোটা প্যান্ডেলটিতে সাদা রংয়ের প্লাই দিয়ে তৈরি করা হবে। মণ্ডপের ভিতরে থাকবে পাটকাঠীর কারুকার্য। উচ্চতা হবে প্রায় ১৫০ ফুট।
বেশ কয়েক বছরে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব টুইন টাওয়ার, গ্র্যান্ড লিসবোয়া, ব্যাংককের অরুণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল। কল্যাণীর এই মণ্ডপ দেখতে রাজ্যে এবং রাজ্যের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ছুটে এসেছেন নদিয়ার কল্যাণীতে। ভিড় সামলাতে নাজেহাল হতে হয়েছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে ক্লাবের সদস্যদের। এ বারেও তার অন্যথা হবে না বলেই ধারণা ক্লাবের সদস্যদের।
লুমিনাস ক্লাবের সম্পাদক অমিত বিশ্বাস বলেন, এবার আমাদের পুজো ৩৩-তম বর্ষে পদার্পণ করল। প্রতিবারের মত এবারও ভিড় হবে। এবারও শুধু দেশ নয়, বিদেশ থেকেও দর্শনার্থী আসবেন। আমরা এবছর একটু দেরিতে থিম প্রকাশ করেছি। খুঁটিপুজোর দিনই মাঠে উপচে পড়েছিল জনসাধারণের ভিড়। এতেই স্পষ্ট, বাঁধ ভাঙা ভিড় হবে এবারও।
সিনবিউম প্যাগোডা অর্থাৎ মায়ানমারের স্থাপত্য ইরাবতী নদীর পশ্চিম তীরে সাগাইং অঞ্চলের প্যাগোডা। এ বার তারই আদলে তৈরি হচ্ছে কল্যাণী লুমিনাস ক্লাবের সুসজ্জিত শুভ্র সাদা রঙের এই প্যান্ডেল। সরকার ডেকরেটার্স এই সিনবিউম প্যাগোডা আদলে মণ্ডপ ফুটিয়ে তুলবে। সরকার ডেকোরেটার্স-র কর্ণধার ও প্রধান মণ্ডপশিল্পী উইলিয়াম সরকার বলেন, হাতে সময় কম। দু’একদিনের মধ্যেই মণ্ডপের কাজ শুরু হবে। প্লাই, পাটকাঠির কাজ হবে। আশা করি, এবছরও কাতারে কাতারে মানুষ ছুটে আসবেন এই কল্যাণীর আইটিআই মোড় মাঠে।