মোটা মাইনের লোভ দেখিয়ে দক্ষিণ ভারতে পাচারের ছক! আসানসোলে ট্রেন থেকে উদ্ধার ১১ বালক
প্রতিদিন | ১৫ মে ২০২৫
সুব্রত বিশ্বাস: মোটা বেতনের প্রলোভন দেখিয়ে দক্ষিণ ভারতে পাচারের ছক! ট্রেনেই বানচাল পাচারের ছক। উদ্ধার ১১ বালক। মহিলা আরপিএফ আধিকারিকের নেতৃত্বে উদ্ধার কাজ চলে তাম্বরণ সাপ্তাহিক সুপার ফাস্ট এক্সপ্রেসে। ট্রেন থেকেই গ্রেপ্তার করা হয় পাঁচ পাচারকারীকে।
বুধবার বিকেলে আসানসোলের আগেই আরপিএফ এসআই শুভ্রা দে ট্রেনটিতে চড়েছিলেন। অসংরক্ষিত বগিতে সন্দেহজনক অবস্থায় ওই বালকদের দেখে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন তিনি। জানতে পারেন, বীরভূম, গিরিডি, জমুই, লক্ষ্মীসরাই, জামতারা এলাকার বাসিন্দা তারা। দক্ষিণ ভারতে মোটা টাকার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন তাদের নিয়ে যাচ্ছে। এরপর তাদের শনাক্ত করে দেওয়া পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে আরপিএফ। আসানসোল স্টেশনে নামিয়ে নেওয়া হয় প্রত্যেককে।
ধৃতরা জানিয়েছে, রাজ্যের বীরভূম বিহারে একাধিক জেলায় তাদের গ্যাং রয়েছে। দারিদ্রের সুযোগে মানুষজনকে ভুল বোঝায় এরা। তদের শিশু সন্তানদের মোটা রোজগারের ব্যবস্থা করে দেবে, এমন লোভ দেখিয়ে বালকদের ভিনরাজ্যে পাচার করাই এদের কাজ। শিশু পাচার আইনে এদের গ্রেপ্তার করে রেল পুলিশের হাতে তুলে দেয় আরপিএফ। পূর্ব রেলের আইজি পরমশিব বলেন,”ট্রেনে প্রায়ই শিশু পাচার হয়। এদের উদ্ধারে আরপিএফ বিশেষ বাহিনীও রয়েছে। মহিলা আধিকারিকের নেতৃত্বে এই উদ্ধারের সাফল্যের এক নজির। শুভ্রাকে সম্মান জানাবে বিভাগ।”