আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর দাপট, লন্ডভন্ড হবে দক্ষিণের পাঁচ জেলা
প্রতিদিন | ১৫ মে ২০২৫
নিরুফা খাতুন: কখনও কাঠফাটা রোদ কখনও আবার ভ্যাপসা গরম! দুইয়ের জ্বালায় জর্জ্জরিত বঙ্গবাসী। এর মাঝেই জ্বালা জুড়োচ্ছে কালবৈশাখী। ক্ষণস্থায়ী স্বস্তির আশায় হাপিত্যেস করছে বাংলার মানুষ। তাঁদের জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। বলছে, আগামী ৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী বইতে পারে আগামী ৪৮ ঘণ্টায়। বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি চার জেলাতে-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিক্ষিপ্তভাবে। শুক্রবার কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে দুই জেলাতে-নদিয়া ও মুর্শিদাবাদে। সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ সব জেলায়। শনি ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবারের ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে।
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে সব জেলাতেই। ভারী বৃষ্টি হতে পারে উপরের পাঁচ জেলায়। তবে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, নির্ধারিত দিনের পাঁচদিন আগেই নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে বর্ষা। নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন-চার দিনের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর ,আন্দামান দ্বীপপুঞ্জেও ঢুকে পড়বে।