• ‘মুখ্যমন্ত্রীই পারেন চাকরি ফেরাতে,’ বিকাশ ভবন বিক্ষোভে চাকরিহারারা বললেন, ‘আর পরীক্ষা নয়’
    প্রতিদিন | ১৫ মে ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি ফেরতের দাবিতে ফের পথে ‘যোগ্য’ চাকরিহারা।  সেখানেই বিষয়টিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন চাকরিহারা শিক্ষকরা। সঙ্গে তাঁরা জানিয়েছেন, তাঁরা আর পরীক্ষায় বসবেন না। আজও তাঁরা এসএসসি ভবন ঘেরাও করবেন! তবে জল খাবার কিছুই আটকাবেন না বলে জানিয়েছেন। আনন্দোলনকারী শিক্ষক মেহবুব মণ্ডল বলেন, “আমাদের যা দাবি তা পূরণ করতে পারবেন মুখ্যমন্ত্রী। তিনি হস্তক্ষেপ করুক। তাঁর কাছে সবোর্চ্চ ক্ষমতা রয়েছে।”

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)