৯ জুন শুরু বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন! সেনাকে ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব আনছে শাসকদল
প্রতিদিন | ১৫ মে ২০২৫
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: জুন মাসের ৯ তারিখ থেকে শুরু হতে পারে বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন। দুই থেকে আড়াই সপ্তাহ সেই অধিবেশন চলতে পারে। একাধিক বিল পেশ করা হবে সেই অধিবেশনে। সঙ্গে ভারত পাকিস্তান সংঘাতে প্রাণ হারানো জওয়ান ও বীর সেনাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাতে প্রস্তাব আনা হবে বিধানসভায়।
বৃহস্পতিবার বিধানসভায় একথা জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হবে। অধিবেশনে রাজ্য সরকার একাধিক বিল আনতে চলেছে বলে খবর। রাজ্যপালের কাছে যাওয়া একটি বিল বিধানসভায় আসতে চলছে। এছাড়াও অনেকগুলি নতুন বিল পেশ করা হবে। সেইগুলির উপর বিস্তারিত আলোচনা করা হবে।
বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “জুন মাসের ৯ তারিখ থেকে গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। তা দুই আড়াই সপ্তাহ চলতে পারে। রাজ্যপালের থেকে একটি বিল আসবে। এছাড়াও কয়েকটি বিল পেশ করা হবে। সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।” পাশাপাশি স্পিকার জানিয়েছেন, ভারত পাকিস্তান সংঘাতের আবহে দেশের কয়েকজন সেনা প্রাণ হারিয়েছেন। অন্যরা প্রাণ বাজি রেখে দেশের জন্য লড়াই করেছে। নিহত জওয়ানদের স্মৃতিতে ও অন্যদের ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হবে।
শেষ বাজেট অধিবেশনে তেতে ওঠে বিধানসভা। বিভিন্ন ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ দেখাতে থাকেন প্রধান বিরোধী দল বিজেপির বিধায়করা। বাজেট অধিবেশনের প্রথম দফায় কাগজ ছিঁড়ে ৩০দিনের জন্য সাসপেন্ড হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১১ মার্চ ফের উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। স্পিকারের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে বিধানসভার কার্যবিবরণী ছিঁড়ে প্রতিবাদ জানায় বিজেপি।