• অতি ভারী বৃষ্টি টানা পাঁচদিন! বাংলা সহ একাধিক রাজ্য কাঁপানো দুর্যোগ, আবহাওয়ার বিরাট আপডেট
    আজকাল | ১৬ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: চরম দুর্যোগের ঘনঘটা টানা পাঁচদিন। চলতি সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক রাজ্য। আগামী ১৯ মে পর্যন্ত চলবে তুমুল ঝড়বৃষ্টি।‌ মে মাসের মাঝামাঝি হু হু করে নামবে তাপমাত্রার পারদ। রইল আবহাওয়ার বিরাট আপডেট। 

    বৃহস্পতিবার মৌসম ভবন জানিয়েছে, আগামী ১৯ মে পর্যন্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং ১৭ মে পর্যন্ত বাংলার একাংশে ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৯ মে পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও কেরলে এবং ১৮ মে পর্যন্ত তামিলনাড়ুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

    আবহাওয়াবিদরা জানিয়েছেন, ছ'টি ঘূর্ণাবর্তের জেরেই একটানা ভারী বৃষ্টির তাণ্ডব চলবে রাজ্যে রাজ্যে। উত্তরাখণ্ড, পূর্ব বিহার ও বাংলার তরাই অঞ্চল, উত্তর-পূর্ব অসম, গুজরাট, কঙ্কন ও আন্দামান সাগর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর মিলিয়ে মোট ছ'টি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে বর্তমানে। এর জেরেই একটানা ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

    আগামী ১৬ মে পর্যন্ত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম, মেঘালয়ে এবং ১৮ মে পর্যন্ত অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ১৯ মে পর্যন্ত মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সিকিমের একাংশে ভারী বৃষ্টি হতে পারে। 

    একদিকে যেমন একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অন্যদিকে চলতি সপ্তাহে উত্তরপ্রদেশ ও রাজস্থানের একাংশে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 
  • Link to this news (আজকাল)