কর্মরত ট্রাফিক পুলিশের হাতে সামার কিট তুলে দিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি...
আজকাল | ১৬ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: গরমে নাজেহাল মানুষ। এই কাঠফাটা রোদে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশদের। হাই রোডে একাধিক জায়গায় সরাসরি রোদে দাঁড়াতে হয় ট্রাফিক কর্মীদের। গাছের ছায়ায় দাঁড়ানোর কোনও উপায় নেই। তাই ট্রাফিকে কর্মরত পুলিশদের গরম থেকে কিছুটা রেহাই দেওয়ার জন্য হাতে তুলে দেওয়া হল সামার কিট।
বৃহস্পতিবার শ্রীরামপুরে পেয়ারাপুরে ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ, হোমগার্ড এবং সিভিক পুলিশের হাতে তুলে দেওয়া হয় ছাতা, সানগ্লাস, গ্লুকোজ, জলের বোতল, ও.আর.এস তুলে দেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন ডিসিপি চন্দননগর আলকনন্দা ভাওয়াল, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, এডি সি পি ট্রাফিক দেবাশীষ সরকার, এসিপি ২ শুভঙ্কর বিশ্বাস সহ পুলিশ কর্তারা।
এদিন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, তীব্র গরমে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশদের। তারা যাতে গরমে কিছুটা স্বস্তি পায় সেকথা মাথায় রেখেই এই কিটগুলো তাদের হাতে তুলে দেওয়া হল। এদিন আনুষ্ঠানিকভাবে প্রায় পঞ্চাশ জনের হাতে কিট তুলে দেওয়া হল। ট্রাফিক কর্মীদের ও.আর.এস যাতে প্রতিদিন দেওয়া যায় সেই ব্যবস্থা করা হবে। জলের বোতল দেওয়া হবে এবং যেখানে জলের সমস্যা আছে সেখানে জলের জার দেওয়া হবে। ট্রাফিক কর্মীদের সানগ্লাস দেওয়া হয়েছে। তীব্র রোদে এটা ব্যবহার করলে চোখেও কিছুটা স্বস্তি মিলবে।