মালদহে বসবে আম মেলা, প্রশাসনিক সভায় সিদ্ধান্তে সিলমোহর
আজকাল | ১৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আমের জেলা হিসাবে বাংলায় বিখ্যাত মালদহ। এবার আমের শহরে বসতে চলেছে আম মেলা। প্রবল গরমেও আমপ্রেমীদের জন্য খুশির খবর।
মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা। বৃহস্পতিবার মালদহে এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়ে। মালদহ জেলা প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠকে অনুষ্ঠিত হয় এদিন।
বৈঠকে উপস্থিত ছিলেন মালদহ জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া,অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, দেবাহুতি ইন্দু, রাজ্যের উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, রাজ্যসভার সাংসদ মৌসম নূর প্রমূখ।
প্রশাসনিক আধিকারিক-সহ আম ব্যবসায়ী, আম রপ্তানিকারকদের নিয়ে আলাপ-আলোচনা করেন তাঁরা। আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয়, হয় আগামী ১৭ই জুন থেকে ২২ জুন পর্যন্ত মালদহে আম মেলা অনুষ্ঠিত হবে।
মালদহ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আম মেলায় মিলবে বিভিন্ন ধরনের আম, আমের চারা, আম কেন্দ্রিক মিষ্টি, আইসক্রিম, কেক সহ নানান সুস্বাদু খাবার। পাশাপাশি আম প্রদর্শনীর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।