চুরি করা বেনারসী পরে সামাজিক মাধ্যমে ছবি, শাড়ি চিনতে পেরে পুলিশে অভিযোগ মালিকের, পাকড়াও ...
আজকাল | ১৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চুরি করা বেনারসী পরে হাসি হাসি মুখে ছবি তুলেছিলেন। সেই ছবি যুবতী পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। ভুল করেও ভাবেননি, ওই ছবিই তাঁর বিপদ ডেকে আনবে। হলও তাই। শাড়ি চুরির দায়ে যুবতীর ঠাঁই হল শ্রীঘরে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। ধৃত যুবতীকে জেরা করে সোনার গয়না-সহ চুরির আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম পূজা সর্দার। বাড়ি উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকায়। তবে তিনি ভাড়া থাকতেন নিউ ব্যারাকপুরে। মধ্যমগ্রাম শহরের বাসিন্দা আশিস দাশগুপ্তর বাড়িতে পূজা বেশ কিছুদিন ধরে পরিচারিকার কাজ করছিলেন। সাদাসিধে আসিসবাবুরা তাঁকে নিজেদের মেয়ের মতোই স্নেহ করতেন। বাড়ির সর্বত্র তাঁর অবাধ বিচরণের স্বাধীনতা ছিল।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে আশিসবাবুরা বেশ কয়েক দিনের জন্য বেড়াতে গিয়েছিলেন। বাড়ি তখন পূজাই দেখভাল করছিলেন। ফিরে আসার পর আশিসবাবুর স্ত্রী লক্ষ্য করেন, আলমারি থেকে বেশ কয়েকটা দামি বেনারসী উধাও হয়ে গিয়েছে। পাওয়া যাচ্ছে না কয়েকটি সোনার গয়নাও। কিন্তু পূজার অমায়িক ব্যবহারে আশিসবাবুরা তাঁকে সন্দেহ করতে পারেননি। কাল হল সেই বেনারসী। সম্প্রতি আশিসবাবুর বাড়ি থেকে চুরি করা বেনারসী পরা বেশ কয়েকটা ছবি পূজা সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। সেই ছবি দেখে গৃহকর্তা ছুটলেন মধ্যমগ্রাম থানায়। পুলিশকে তিনি গোটা ঘটনার কথা বললেন। পূজা কিন্তু বিপদের গন্ধ পেয়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে নিউ ব্যারাকপুরের ভাড়াবাড়ি ছেড়ে মধ্যমগ্রাম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। আশিসবাবুর বাড়িতে কাজে আসাও বন্ধ করে দিয়েছিলেন।
পুলিশ পিছু ছাড়েনি। পূজাকে পাকড়াও করে। তাঁকে জেরা করে আশিসবাবুর বাড়ি থেকে চুরি করা তিনটি দামি বেনারসী পুলিশ উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে সোনার গয়নাও। বারাসতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া মধ্যমগ্রাম থানার দুই তদন্তকারী আধিকারিক দীপঙ্কর ঘোষ ও অনুপ বিশ্বাসের কাজের প্রশংসা করেছেন।