৯ জুন বিধানসভার বাদল অধিবেশন, সেনাকে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব রাজ্যের
দৈনিক স্টেটসম্যান | ১৬ মে ২০২৫
আগামী ৯ জুন শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার ‘বাদল অধিবেশন’। এই অধিবেশনের অন্যতম আকর্ষণ হতে চলেছে ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্ব নিয়ে প্রশস্তি। রাজ্যের শাসকদল এই অধিবেশনে সেনাকে ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব আনতে চলেছে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ ভারতীয়কে মর্মান্তিকভাবে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক। আর একজন ছিলেন কাশ্মীরেরই এক টাট্টু চালক। এই হত্যাকাণ্ডের ঘটনায় গোটা দেশ ক্ষিপ্ত হয়ে ওঠে। দেশজুড়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর বদলার দাবি ওঠে। এরপরই কেন্দ্র সরকারের সিদ্ধান্তে ভারতীয় সেনার তিন বাহিনীকে এই ঘটনায় জঙ্গিদের উপর প্রত্যাঘাতের জন্য পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়। ঘটনার দুই সপ্তাহের মাথায় শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। অতর্কিতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা বিভাগ। মৃত্যু হয় বহু জঙ্গির। এরপর পাক সেনাবাহিনী পাল্টা বদলা নিতে ভারতের বিভিন্ন শহর সহ একাধিক সেনা ছাউনিতে হামলা চালালে প্রতিটি ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করে। উল্টে পাক সেনাবাহিনীর একাধিক সেনাঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করে। ভারতীয় বায়ু ও নৌসেনার সেই আঘাত এতটাই তীব্র ছিল যে, পাক সেনাবাহিনীর মেরুদণ্ড কার্যত ভেঙে যায়। এরপরই আমেরিকার মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধ বিরতি ঘোষণা করে বলে সূত্রের খবর।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, চিকিৎসকদের সূক্ষ্ম অস্ত্রোপচারের মতো নিখুঁত লক্ষ্যে ভারতের বায়ুসেনা পাকিস্তানের দুই বায়ুসেনা ঘাঁটি—নূর খান ও রহিমইয়ার খান ঘাঁটিতে হামলা চালিয়েছে। আত্মঘাতী ড্রোন ও কামিকাজ়ে ড্রোন কাজে লাগানো হয়েছিল। যার ফলে প্রতিটি হামলায় বড় রকমের ক্ষতি হয়েছে। এই হামলায় পাকিস্তানের রেডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকেও নিশানা করে তারও ক্ষতি করা হয়েছে। কিন্তু ভারতের সমরাস্ত্রের কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছে কেন্দ্র।
ভারতীয় সেনা বাহিনীর সেই অসীম বীরত্বকে কুর্নিশ জানাতে উদ্যোগী রাজ্য সরকার। আগামী ৯ জুন থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হতে চলেছে। প্রায় দুই সপ্তাহ ধরে এই অধিবেশন চলবে। রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে দেশের সুরক্ষায় সেনাবাহিনীর এই বীরত্বকে কুর্নিশ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করা হবে। তবে ঠিক কবে সেনা বাহিনীর প্রতি এই ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব আনা হবে, সেটা এখনও ঘোষণা করা হয়নি।