বিধান সরকার: তিন সপ্তাহ পাকিস্তানে বন্দি থাকার পর দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আটারি ওয়াঘা বর্ডার দিয়ে গতকাল ভারতে আসেন তিনি। পাঠানকোটে পৌঁছে স্ত্রী রজনী সাউকে ভিডিয়ো কল করেন। তারপর রাত নটায় আবার ফোন করে স্ত্রীর সঙ্গে কথা বলেন। রজনী জানান, পূর্ণম সুস্থ আছেন জানিয়েছেন। তবে এখন যা পরিস্থিতি ভারত পাক টেনশন চলছে। এখনই বাড়ি ফিরতে পারবেন না বলে জানিয়েছেন। সম্ভবত আগামী সপ্তাহে স্বামীর সঙ্গে দেখা করতে যেতে পারেন।
রজনী বলেন, সবাই আমাদের সমর্থন করেছে। এই যুদ্ধ আমার একার ছিল না। দেশের যা অবস্থা তৈরি হয়েছিল যেখানে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। সেই সময় আমার স্বামী পাকিস্তানে বন্দি। সবাই মিলেই প্রার্থনা করেছে যাতে আমার স্বামী সুস্থভাবে ফিরে আসতে পারে। বুধবার রাত ন'টা নাগাদ আমাকে ফোন করেছে পূর্ণম।বলেছিল খাবার খেয়েছি সব ঠিক আছে।খুব তাড়াতাড়ি রিষড়া ফিরব।
ওর নিজের কাছে ফোন নেই। এক সহকর্মীর ফোন থেকে ফোন করেছিল। এখনই বিষড়ার বাড়িতে ফিরতে পারবে বলে মনে হয় না। আগামী আগস্ট মাসে ছুটিতে বাড়িতে আসার কথা ছিল। আমার এটাতেই শান্তি লাগছে যে সে ভারতে রয়েছে এবং তার কর্মস্থলে রয়েছে। বাড়িতে ফিরতে দেরি হলে অসুবিধা নেই। আর বাড়িতে ফিরলেই তার জন্য খুব বড় করে ওয়েলকাম পার্টি হবে। বিএসএফ হেডকোয়ার্টারে কথা হয়েছে। ওনারা হয়তো ডাকবেন আমাকে, আমি যেতে পারি পাঠানকোট।
রজনী বলেন, পাক রেঞ্জার্সদের হাতে আটক হওয়ার পর ভালো করে ঘুমাতে দেওয়া হয়নি পূর্ণমকে। নানা প্রশ্নবানে জর্জরিত করা হয়েছে। পূর্ণম ভারতের কাছে বিএসএফ জওয়ান হলেও পাকিস্তানের কাছে সে ছিল গুপ্তচর। ফোনে তার স্বামীর সঙ্গে যেটুকু কথা হয়েছে তাতে সে জানতে পারেন মানসিকভাবে তাকে নির্যাতন করা হয়েছে। তবে সামনাসামনি কথা হলে পুরো বিষয়টা আরও স্পস্ট হবে বলে জানান রজনী সাউ।