জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জগতে কত কিছুই যে আশ্চর্যের ঘটনা ঘটে। যেমন এই বছরের জুন, জুলাই মাসেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা সাক্ষী হতে চলেছে একটি বিরল বৈজ্ঞানিক ঘটনার। জানা যাচ্ছে, জুন ও জুলাই মাসে গোটা বাংলা জুড়ে ৭ জেলায় এই ঘটনা ঘটবে মোট ১৪ বার। কী সেই ঘটনা?
'জিরো শ্যাডো ডে'
জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় এই বিরল ঘটনার পোশাকি নাম, 'জিরো শ্যাডো ডে'। কলকাতায় ৫ জুন এবং ৭ জুলাই এই জিরো শ্যাডো ডে ঘটবে। কলকাতায় ৫ জুন সকাল ১১:টা ৩৫ মিনিটে এবং ৭ জুলাই সকাল ১১টা ৪১ মিনিটে লক্ষ্য করা যাবে এই 'জিরো শ্যাডো' বা ছায়াহীনতা। কলকাতার পাশাপাশি হাওড়াতেও ৫ জুন সকাল ১১টা ৩৫ মিনিটে এবং ৭ জুলাই সকাল ১১টা ৪২ মিনিটে লক্ষ্য করা যাবে এই বিরল ঘটনা।
বিরল মহাজাগতিক ঘটনা
কলকাতা-হাওড়ার পাশাপাশি 'জিরো শ্যাডো ডে' লক্ষ্য করা যাবে হুগলি, নদিয়া, মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াতেও। হুগলিতে ৮ জুন সকাল ১১টা ৩৫ মিনিটে এবং ৪ জুলাই সকাল ১১টা ৪১ মিনিটে, নদিয়ায় ৬ জুন সকাল ১১টা ৩৩ মিনিটে এবং ৬ জুলাই সকাল ১১টা ৪০ মিনিটে, মেদিনীপুরে ৪ জুন সকাল ১১টা ৩৯ মিনিটে ও ৯ জুলাই সকাল ১১টা ৪৬ মিনিটে, বাঁকুড়ায় ১৩ জুন সকাল ১১টা ৪২ মিনিটে এবং ৩০ জুন সকাল ১১টা ৪৫ মিনিট, আর পুরুলিয়ায় ১৫ জুন সকাল ১১টা ৪৫ মিনিটে এবং ২৭ জুন সকাল ১১টা ৪৮ মিনিটে লক্ষ্য করা যাবে এই বিরল মহাজাগতিক ঘটনা।
'জিরো শ্যাডো ডে' কেন ঘটে?
সাধারণত কর্কটক্রান্তি বা মকরক্রান্তি ও বিষুবরেখার মধ্যবর্তী অঞ্চলে বছরে ২ বার এই ঘটনা ঘটে। দুপুরবেলা সূর্য যখন সরাসরি মাথার উপরে অবস্থান করে, তখন অল্প সময়ের জন্য কোনও বস্তুর কোনও ছায়া পড়ে না। একেই বলা হয় 'জিরো শ্যাডো ডে'। একটি নির্দিষ্ট স্থানের অক্ষাংশের সঙ্গে সূর্যের কৌণিক দূরত্ব মিলে যায়, তখনই এই ছায়াহীনতা অবস্থা তৈরি হয়। ঠিক সেই মুহূর্তে সূর্য আকাশের সর্বোচ্চ বিন্দুতে সরাসরি মাথার উপরে পৌঁছে যায়। যারফলে কোনও উলম্ব বস্তুর কোনও ছায়া দৃশ্যমান হয় না। এই ঘটনাটি কেবল ক্রান্তীয় অঞ্চলে, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যেই দেখা যায়।