বৃষ্টি থেকে বাঁচতে গাছতলায় দাঁড়ানোই কাল! বাজ পড়ার তীব্র শব্দে অসুস্থ হয়ে মৃত্যু ২ বন্ধুর
প্রতিদিন | ১৬ মে ২০২৫
সঞ্জিত ঘোষ, নদিয়া: ভর সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছতলায় আশ্রয় নিয়েছিলেন তিন বন্ধু। নদিয়ার শান্তিপুরে সেই আশ্রয়স্থলেই নেমে এল বিপদ। বাজ পড়ার তীব্র শব্দে দুই বন্ধু অসুস্থ হয়ে গাছতলায় বসে পড়েন। বৃষ্টি থামলে তাঁদের হাসপাতালে নিয়ে যান আরেকজন। কিন্তু চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। দুই বন্ধুর এমন আচমকা মৃত্যুতে শোকে পাথর তৃতীয় বন্ধু।
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দিনের বেলা তীব্র দাবদাহ এবং সন্ধ্যা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। সেই তালিকায় ছিল নদিয়াও। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই পূর্বাভাস সত্যি করে এল ঝড়বৃষ্টি। সেইসঙ্গে বজ্রপাত। বৃষ্টির হাত থেকে বাঁচতে শান্তিপুরের তিন বন্ধু আশ্রয় নিয়েছিলেন গাছের নিচে। এমন সময় তীব্র বজ্রপাত।তার কানফাটানো শব্দে আচমকাই অসুস্থ হয়ে গাছতলায় লুটিয়ে পড়েন দুই বন্ধু। তৃতীয়জন তাঁদের দেখে কিছুটা ভয় পেয়ে যান। তবে অপেক্ষা করেন বৃষ্টি থামার।
বৃষ্টি থামলে দু’জনকে নিয়ে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে পৌঁছন তাঁদের বন্ধু। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মনে করা হচ্ছে, বজ্রপাতের তীব্র আওয়াজে দু’জনের হৃদস্পন্দন বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। ঘটনায় শোকস্তব্ধ বন্ধু। খবর পাঠানো হয়েছে পরিবারগুলিতে। তাঁদের মাথায় যেন পাথর ভেঙে পড়েছে। দেহ দুটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। সেই রিপোর্ট এলে স্পষ্ট হবে মৃত্যুর আসল কারণ।