সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি ফেরতের দাবিতে ফের পথে ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরা। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন তাঁরা। সেই সঙ্গে আগের সিদ্ধান্তে অবিচল থেকে আন্দোলনকারীরা জানিয়েছেন, আর পরীক্ষায় বসবেন না। পাশাপাশি আজও তাঁরা এসএসসি ভবন ঘেরাও করবেন! তবে কর্মীদের জন্য জল, খাবার কিছুই তাঁরা ভিতরে যাওয়া আটকাবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এরই পাশাপাশি আন্দোলনকারী শিক্ষক মেহবুব মণ্ডলের আশা তাঁদের যা দাবি তা পূরণ করতে পারবেন মুখ্যমন্ত্রী। তিনি হস্তক্ষেপ করুন।
চাকরি ফেরানোর দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই চাকরিহারা ও পুলিশের ধস্তাধস্তিতে বিকাশ ভবনের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিকেলে সাংবাদিক বৈঠক করেন চাকরিহারা শিক্ষকরা। সেখানেই শিক্ষকতার চাকরিতেই তাঁদের বহাল রাখার দাবিতে সরব হন তাঁরা। সেখানেই আন্দোলনকারী এক শিক্ষক মেহবুব বলেন, “আমরা মনে করছি, চূড়ান্ত ক্ষমতা মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে। আমরা যে দাবি করছি তা একমাত্র তিনিই পূরণ করতে পারবেন।” তবে তা কীভাবে পূর্ণ করা হবে তা জানানোর দাবি তুলেছেন চাকরিহারারা।
পাশাপাশি আন্দোলনের শুরু থেকে তাঁদের নেওয়া সিদ্ধান্তে অবিচল রয়েছেন শিক্ষকরা। আজকেও বিকাশ ভবন অভিযানে তাঁদের বলতে শোনা যায়, “আমরা নতুন করে পরীক্ষা দেব না।” আরও জানান, চাকরির বিজ্ঞপ্তিও প্রকাশ করতেও দেবেন না তাঁরা। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই প্রশ্ন করার পর তাঁদের উত্তর, বিজ্ঞপ্তি প্রকাশের আগে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে হবে।
চাকরিহারারা আজ বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে বিক্ষোভ দেখিয়েছেন। সেই বিষয়ে মেহবুব বলেন, “শিক্ষক-শিক্ষিকারা আগে এই রকম ব্যবহার করেননি। বাধ্য হয়ে এই কাজ করেছে। কারণ আমাদের জীবন-মরণের গেট ভেঙে গিয়েছে।” পাশাপাশি জানিয়েছেন বিকাশ ভবনের সামনে তাঁরা বিক্ষোভ দেখাবেন। তবে কর্তাদের খাবার জল কিছুই আটকাবেন না।