শিলিগুড়ির জল সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ মাসের মধ্যে ফুলবাড়িতে ‘পন্ড’: মেয়র
বর্তমান | ১৬ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আগামী তিন মাসের মধ্যে ফুলবাড়িতে তৈরি হবে পন্ড। বৃহস্পতিবার শিলিগুড়ি শহরের পানীয় জল বিষয়ক টাস্ক ফোর্সের বৈঠকের পর একথা জানান মেয়র গৌতম দেব। বলেন, ওই পন্ডে তিস্তা নদীর জল মজুত রাখা হবে। ক্যানেলে কোনও সমস্যা হলে পন্ডের জল পরিস্রুত করে সরবরাহ করা যাবে। এদিকে, বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহরের কিছু ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত হয় বলে অভিযোগ। পুরসভা সূত্রে খবর, ফুলবাড়ি প্লান্টে বৈদ্যুতিক কিছু ত্রুটির জন্য এমন পরিস্থিতি হয়েছে।
বর্ষার মরশুমে মাঝেমধ্যে ক্যানেলে ঘোলাজল আসে। আবার কখনও প্লান্টে পলি জমি যাওয়ায় জল সরবরাহ ব্যাহত হয়। এই সমস্যা দূর করতে ফুলবাড়িতে জল প্রকল্পের জমিতে একটি পন্ড তৈরির উদ্যোগ বহুদিনের। এবার পুরসভার সেই উদ্যোগ বাস্তবায়িত হওয়ার পথে। এদিন টাস্ক ফোর্সের বৈঠকে বিষটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
মেয়র বলেন, টেন্ডার করে পন্ড তৈরির বরাত ঠিকাদার সংস্থাকে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাকে তিন মাসের মধ্যে পন্ড তৈরির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর শহরে জল সরবরাহ নিয়ে সমস্যা কিছুটা হলেও মিটবে।
এদিন টাস্ক ফোর্সের মিটিংয়ে মেয়র ছাড়াও ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত সহ আধিকারিকরা ও ইঞ্জিনিয়াররা ছিলেন। পুরসভা সূত্রে খবর, পন্ডটি অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করা হচ্ছে। তাতে দু’দিনের জন্য জল মজুত রাখা সম্ভব হবে। ক্যানেলের সঙ্গে সেটির সরাসরি যোগাযোগ থাকবে।
দুলাল দত্ত বলেন, বামফ্রন্ট জমানায় তৈরি ইনটেক ওয়েল পলিতে বিপর্যস্ত। বর্তমানে সেটি বন্ধ। কয়েক মাস আগে তৈরি দ্বিতীয় ইনটেক ওয়েল দিয়ে জল তোলা হচ্ছে। এবার পন্ড তৈরির কাজও হবে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন পুরসভায় বামেরা ক্ষমতায় থাকলেও সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে কিছু ভাবেনি। যদিও সিপিএম কাউন্সিলার শরদিন্দু চক্রবর্তী বলেন, বিগত বোর্ডের বিরুদ্ধে অভিযাগ না তুলে শহরের জল সমস্যা মেটাক এই বোর্ড। তাদের সবরকভাবে সহায়তা করব।
এর বাইরে এদিনের বৈঠকে গজলডোবায় মেগা জল প্রকল্পের ইনটেক ওয়েল তৈরি, অপরিস্রুত জল প্লান্টে নিয়ে যাওয়ার পাইপ লাইন পাতা, শহরে পরিস্রুত জল সরবরাহের পাইপ লাইন প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে, দু’দিন ধরে শহরে কিছু ওয়ার্ডে নির্দিষ্ট সময় পর্যন্ত জল সরবরাহ হচ্ছে না। পুরসভা সূত্রে খবর, ফুলবাড়ি প্লান্টে বিদ্যুৎ সরবরাহে কিছু সমস্যা হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সমস্যা মিটেছে। এদিন বিকেলে জল সরবরাহ স্বাভাবিক ছিল।