• গোয়ালপোখরে বাংলাদেশি দুষ্কৃতীদের হামলায় জখম বিএসএফ জওয়ান
    বর্তমান | ১৬ মে ২০২৫
  • সংবাদদাতা, ইসলামপুর: বাংলাদেশি দুষ্কৃতীদের হামলায় জওয়ান জখমের ঘটনায় বিএসএফের তরফে গোয়ালপোখর থানায় অভিযোগ দায়ের করা হল বৃহস্পতিবার। উল্লেখ্য, বুধবার গেয়ালপোখর থানার আমবাড়ি বিওপি এলাকায় তিন-চার জন বাংলাদেশি দুষ্কৃতী এক বিএসএফ জওয়ানের উপর হামলা চালায় বলে অভিযোগ। বুধবার রাত পর্যন্ত এই বিষয়ে পুলিসের কাছে অভিযোগ ছিল না। ইসলামপুর পুলিস জেলার এসপি জবি থমাস বলেন, বৃহস্পতিবার বিএসএফের তরফে অভিযোগ হয়েছে। অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, তিন-চার জন বাংলাদেশি দুষ্কৃতী  জিরো পয়েন্টে ঘাস কাটছিল। ঘাস কাটতে কাটতে কাঁটাতারের ওপারে ভারতের সীমানায় ঢুকে পড়ে। সেসময় কর্তব্যরত এক বিএসএফ জওয়ান বাধা দেন। জওয়ানের সঙ্গে দুষ্কৃতীদের বচসা বেঁধে যায়। সেসময় এক দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সেই আঘাত প্রতিহত করার চেষ্টা করেন জওয়ান। এতে জওয়ানের একটি আঙুল কেটে যায়। দুষ্কৃতীদের একজনকে ধরে ফেলে বিএসএফ। জখম জওয়ানের চিকিৎসা চলছে বিহারের কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাংলাদেশি দুষ্কৃতীর পা ভেঙে গিয়েছে। ইসলামপুর মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলছে। পুলিস জানিয়েছে, জখম জওয়ানের নাম সুভাষ চৌধুরী। তাঁর ডান হাতের মাঝের আঙুল কেটে গিয়েছে। ধৃত বাংলাদেশির নাম আজিজুর রহমান। তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকায়। 
  • Link to this news (বর্তমান)