কামড় কাণ্ডে সিভিকের বিরুদ্ধে রিপোর্ট জেলা পুলিসের কাছে
বর্তমান | ১৬ মে ২০২৫
সংবাদদাতা, গঙ্গারামপুর: কুশমণ্ডিতে সেনাকর্মীকে কামড়ের ঘটনায় ধৃত সিভিক মঞ্জুর আলমের চাকরি থাকা নিয়েও এখন সংশয়। কারণ প্রাক্তন সেনাকর্মীকে মারধরের ঘটনায় সিভিকের বিরুদ্ধে কুশমণ্ডি থানা রিপোর্ট পাঠাচ্ছে জেলা পুলিসের কাছে
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সিভিককে কাজ থেকে অব্যাহতি দেওয়ার পথেই হাঁটছে জেলা পুলিস। এই সময় সিভিক কোনও বেতন পাবেন না। একমাত্র মামলার নিষ্পত্তি হলে তবেই অভিযুক্ত কাজে ফেরার জন্য পুলিসের কাছে আবেদন জানাতে পারবেন। সেই বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন পুলিসের আধিকারিকরা।
কুশমণ্ডি ব্লকের জামবাড়ি এলাকায় অবসরপ্রাপ্ত সেনাকর্মীর বাড়িতে আবাসিক স্কুল চালাচ্ছিলেন মঞ্জুর। গত সোমবার বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সেনাকর্মী আব্দুল কাদের ভাড়া চাইতে গেলে সিভিক মারধর করে কামড়ে দেন। গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়িতে ফিরেছেন সেনাকর্মী। সিভিকের উচিত শিক্ষা হয়েছে বলেই মনে করছে সেনাকর্মীর পরিবার।