সংবাদদাতা, শিলিগুড়ি: রেল পুনর্বাসনের দাবি না মানায় এনজেপি স্টেশন চত্বরে দখলমুক্ত অভিযানের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বাড়ছে উত্তেজনা। অমৃত ভারত প্রকল্পে এনজেপি স্টেশন আধুনিকীকরণের কাজে রেলের জমি দখল করে থাকা হোটেল, দোকানপাট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছে আইএনটিটিইউসি। এখানকার ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে তারা ধারাবাহিক মিটিং, মিছিল চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও স্টেশন চত্বরে সংগঠনের এনজেপি শাখা মিছিল করে। ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে স্লোগান তুলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে।
সংগঠনের এনজেপি শাখার সভাপতি সুজয় সরকার বলেন, দীর্ঘদিন ধরে এখানে গরিব মানুষ ব্যবসা করে সংসার চালাচ্ছিল। রেল এনজেপি স্টেশন সংস্কারের কাজ করছে। আমরা এর বিরোধী নই। কিন্তু এই গরিব মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা রেলকে করতে হবে। আমরা এনিয়ে রেলকে একাধিকবার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছি। কিন্তু রেল কোনও সাড়া দিচ্ছে না। উল্টে সম্প্রতি এঁদের সরিয়ে দেওয়ার ব্যাপারে তোড়জোড় শুরু হয়েছে। তাই আমরা এর প্রতিবাদে আন্দোলনে নেমেছি। ব্যবসায়ীদের পুনর্বাসন না দিয়ে জোর করে সরিয়ে দেওয়া হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, অমৃত ভারত প্রকল্পে এনজেপি স্টেশন আধুনিকীকরণের কাজ চলছে। এজন্য শুরুতেই সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে কোথায় কোথায় জবরদখল সরিয়ে নিতে হবে। রেল তার নিজের জমি ব্যবহার করছে। কে কবে কোথায় বসেছে সেটা বিচার্য নয়। রেল তার জমি পুনরুদ্ধার করে কাজ চালিয়ে যাবে।
আইএনটিটিইউসি’র এই প্রতিবাদ ও হুমকিতে এনজেপি স্টেশন চত্বরে উত্তেজনা বাড়ছে। ব্যবসায়ীরা অসহায়ভাবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে। চরম অনিশ্চয়তার মধ্যে তাঁদের দিন কাটছে। যদিও রেল আইএনটিটিইউসি’র হুমকিকে গুরুত্ব দিতে নারাজ। নিজস্ব চিত্র।