• যুবককে জুতোপেটার অভিযোগ কাউন্সিলারের স্বামীর বিরুদ্ধে
    বর্তমান | ১৬ মে ২০২৫
  • সংবাদদাতা, ইসলামপুর: কাটমানি না দেওয়ায় উপভোক্তাকে জুতোপেটা করার অভিযোগ উঠল কাউন্সিলারের স্বামীর বিরুদ্ধে। যদিও কাউন্সিলারের স্বামীর পাল্টা দাবি, ধার দেওয়া টাকা ফেরত চাওয়ায় ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। ইসলামপুর পুরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলার নাগিনা বেগমের স্বামী মহম্মদ শরিফের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ওই ওয়ার্ডেরই সোনাখোদা এলাকার বাসিন্দা মহম্মদ ফারুক।

    পেশায় শ্রমিক ফারুক বলেন, ২০১৭ সালে সরকারি প্রকল্পের গৃহ মঞ্জুর হয়। সেসময় মহম্মদ শরিফ আমার কাছে ৩০ হাজার টাকা কাটমানি দাবি করেন। আমি ২৩ হাজার টাকা দিই। বাকি সাত হাজার টাকা এখনও দিতে পারিনি। বুধবার রাতে তিনি আমাকে ইসমাইল চকে ডাকেন। আমি সেখানে গেলে বাকি টাকা দাবি করেন। টাকা দিতে পারিনি বলে আমাকে জুতো দিয়ে পিটিয়েছেন।

    অন্যদিকে মহম্মদ শরিফ বলেন, সাত বছর আগে ফারুকের আলুতে ধসা রোগ লেগেছিল। সেসময় আমার কাছে ১০ হাজার টাকা ধার চেয়েছিলেন। আমি ওই টাকা ধার দিয়েছিলাম। গরিব মানুষ সময় মতো টাকা ফেরত দিতে পারেননি। বুধবার ডেকে টাকা ফেরত চেয়েছিলাম। তিনি আরও আরও দুই-তিন মাস সময় চেয়েছেন। কাটমানি চেয়ে মারধরের অভিযোগ ভিত্তিহীন। আমার স্ত্রী পরপর চার বারের কাউন্সিলার। তাই বিরোধীরা আমাকে বদনাম করার জন্য ফারুককে দিয়ে এসব করাচ্ছে।
  • Link to this news (বর্তমান)