• ঝড় ও বৃষ্টিতে মেদিনীপুর শহর লণ্ডভণ্ড, ভেঙে পড়ল গাছ, তোরণ
    বর্তমান | ১৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: প্রচণ্ড গতিতে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তাতেই লণ্ডভণ্ড মেদিনীপুর শহর ও শহর লাগোয়া একাধিক এলাকা। জানা গিয়েছে, এদিন বিকেলে আচমকা ঘন কালো মেঘ ঢেকে ফেলে চারিপাশ। এরপর শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড়-বৃষ্টি। এরফলে মেদিনীপুর শহরের কলেজ রোড, হাসপাতাল, বক্সি বাজার, বিধাননগর সহ একদিক এলাকায় গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। একইসঙ্গে বার্জটাউন সংলগ্ন এলাকায় বড় রাস্তার উপর ভেঙে পড়ে তোরণ। পাশাপাশি কলেজ সংলগ্ন এলাকায় মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে, মেদিনীপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের গাঙ্গুলি পুকুর ও মুচিপাড়া এলাকায় দু’টি বাড়ি ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে যান ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়। পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, পুলিসের সহযোগিতায় জেসিবি মেশিনের সাহায্যে রাস্তার উপর থেকে গাছ কেটে সরানোর প্রক্রিয়া দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, পুরসভা এলাকায় খুব দ্রুততার সঙ্গে জনজীবন স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। কেউ আতঙ্কিত হবেন না। পুরসভা আপনাদের পাশে সর্বদা থাকবে।
  • Link to this news (বর্তমান)