নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রোর যাত্রী পরিষেবা ফের বন্ধ হতে চলেছে। আগামী রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর ওই অংশের সমস্ত স্টেশন সারাদিন বন্ধ থাকবে। রেলের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় মেরামতির জন্য সপ্তাহের ছুটির দিন ওই লাইনে মেট্রো চলাচল করবে না।