• যাদবপুরে ঝড়ের সময় অ্যাসবেসটসের টুকরোর ঘায়ে মৃত্যু
    বর্তমান | ১৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝড়ের সময় রাস্তায় ধেয়ে আসা অ্যাসবেসটসের টুকরোর আঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রজনি গায়েন (৫৭)। ঘটনাটি ঘটেছে যাদবপুর থানার কাটজুনগর এলাকায়, ১২ মে রাত সোয়া ১০টা নাগাদ। ঝড়ের মধ্যে রাস্তা ধরে যাচ্ছিলেন রজনিবাবু। আচমকা ই-৩০ কাটজুনগরে ভাঙা অ্যাসবেসটসের একটি টুকরো ছিটকে এসে রজনিবাবুর মাথায় লাগে। এতে রাস্তায় পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় ওই রাতেই রজনিবাবুকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। আদতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার নেপালগঞ্জের বাসিন্দা রজনিবাবু কাজের সূত্রে যাদবপুর থানার কাটজুনগরে থাকতেন। প্রাথমিক তদন্তে এই মৃত্যুতে কোনও অসঙ্গতি মেলেনি বলেই যাদবপুর থানার পুলিস জানাচ্ছে। পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগও দায়ের হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে যাদবপুর থানার পুলিস।
  • Link to this news (বর্তমান)