নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভুট্টা ভর্তি ট্রাক নিয়ে উধাও হয়ে গিয়েছিলেন গাড়ির চালক। অবশেষে তাঁকে শাসন থেকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম আজান আলি। বাড়ি শাসন থানার ফলতি-বেলিয়াঘাটা এলাকায়। তবে খবর লেখা পর্যন্ত ট্রাক বা ভুট্টার কোনও হদিশ মেলেনি। চলতি মাসের ১২ তারিখ মুর্শিদাবাদের ভগবানগোলা একটি ট্রাক নিয়ে যান আজান। গাড়িতে বোঝাই করা হয় প্রায় ন’লক্ষ টাকার ভুট্টা। গাড়ি নিয়ে আজানের আসার কথা ছিল হুগলির ডানকুনিতে। কথা অনুযায়ী ট্রাক ভর্তি ভুট্টা নিয়ে তিনি মুর্শিদাবাদ থেকে চলেও আসেন। কিন্তু ১৩ তারিখের পর থেকে তাঁর আর হদিশ মিলছিল না। ট্রাক অন্য কোথাও রেখে দিয়ে বাড়িতে চলে এসেছিলেন তিনি। ভগবানগোলা থানার পুলিস তদন্ত শুরু করে। অবশেষে বৃহস্পতিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে পুলিস। শাসন থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। শুধু শাসন নয়, পার্শ্ববর্তী বেশ কয়েকটি থানাতেও তাঁর বিরুদ্ধে মামলা চলছে। এদিন রাতেই তাঁকে নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভগবানগোলা থানার পুলিস।