শহরে ২ কোর্টে পানীয় জলের সমস্যা সমাধানে জরুরি বৈঠক
বর্তমান | ১৬ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাঙ্কশাল ও কলকাতা নগর দায়রা আদালতে পানীয় জলের সঙ্কট মেটাতে উদ্যোগী হলেন মুখ্য বিচারক সুকুমার রায়। এ বিষয়ে তিনি আধিকারিকদের সঙ্গে নিয়ে জরুরি বৈঠক করেন। পাশাপাশি তিনি এই দুই আদালতের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পানীয় জলের কল এবং জলের মেশিনগুলি কী অবস্থায় আছে, তা নিয়ে তিনি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথাও বলেন। রোজ এই দুই আদালতে শহরের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বিচারপ্রার্থী আসেন। অথচ অভিযোগ, সেখানে বিচারপ্রার্থীদের জন্য নেই সুষ্ঠু কোনও পানীয় জলের ব্যবস্থা। ফলে বাধ্য হয়েই বিচারপ্রার্থীরা চড়া দামে বোতলবন্দি জল কিনে খেতে বাধ্য হন। অনেকেরই অভিযোগ, পানীয় জলের যে সমস্ত মেশিন আছে এই দুই আদালতে, তা মাঝে মধ্যেই খারাপ হয়ে পড়ে থাকে। এই আদালতের আইনজীবী সংগঠনের কর্তা তথা সরকারি কৌঁসুলি প্রবীর মুখোপাধ্যায় বলেন, পানীয় জলের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে শীঘ্রই সমস্যা মিটবে। এই বিষয়ে মুখ্য বিচারকও বিশেষভাবে উদ্যোগী হয়েছেন।