• আগুন নেভানো নিয়ে হাসপাতাল চত্বরে ‘মক ড্রিল’
    বর্তমান | ১৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: হঠাৎ আগুন লাগলে কী করা উচিত, তা নিয়ে বৃহস্পতিবার ‘মক ড্রিল’ হল দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের কর্মীদের নিয়ে এই কর্মসূচিতে শামিল হন দেগঙ্গা দমকল কেন্দ্রের আধিকারিক গোলাম মৈনুদ্দিন, দেগঙ্গার বিএমওএইচ কিরিটি সাহা প্রমুখ। গরম পড়তেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটছে। তাই হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে তার মোকাবিলা করা যাবে, তা নিয়েই এদিন দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে সচেতনতামূলক মক ড্রিল হল। হাসপাতালের চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীদের আগুন নেভানোর বিষয়ে সচেতন করা হয়। হাসপাতালে আগুন লাগলে কীভাবে রোগীদের নিরাপদে বের করা যাবে, সেই বার্তাও দেন দমকল বিভাগের কর্মীরা। অন্যদিকে, গৃহস্থ বাড়িতে এলপিজি সিলিন্ডার লিক করেও আগুন লাগলে তা নেভানোর ক্ষেত্রে কী করণীয়, তাও এদিন হাতে ধরে স্পষ্টভাবে শিখিয়ে দেন দমকলকর্মীরা। স্থানীয় বাসিন্দারাও এখানে আগুন নেভানোর বিষয়ে পাঠ নিয়েছেন।
  • Link to this news (বর্তমান)