নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গাছ থেকে আম পাড়া হয়েছে এই সন্দেহে বৃহস্পতিবার সন্ধ্যায় এক কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। নৈহাটির শিবদাসপুর থানার আটিসারা গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বারাকপুর পুলিস কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানিয়েছেন, মৃতের নাম সুদীপ্ত পণ্ডিত (১৮)। বাড়ি বীজপুরের কাঁচরাপাড়া বাসন্তীতলা এলাকায়। অভিযুক্ত আমবাগানের মালিক ফুরাদ মণ্ডল ওরফে ফারহাদকে গ্রেপ্তার করেছে পুলিস। আটিসারা গ্রামে মামার বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষ্যে গিয়েছিল সুদীপ্ত। পরে পরিবারের আরও দুই তিন জন নাবালককে নিয়ে পাশের একটি আম বাগানে আম কুড়োতে গিয়েছিল সে। অন্যান্য দিনের মতো এদিনও বিকেলে আম বাগান পাহারা দিচ্ছিলেন ফুরাদ। সেসময় সুদীপ্তরা কয়েকজন মিলে তাঁর বাগানে আম কুড়োতে যায়। ফুরাদ দেখে ফেলে এবং আম পেড়েছে এই সন্দেহে তাড়া করে সুদীপ্তকে ধরে ফেলে। বাকি বন্ধুরা অবশ্য পালিয়ে যায়। অভিযোগ, সন্দেহের বশে ফুরাদ সুদীপ্তকে এলোপাথাড়ি কিল চড় ঘুষি মারতে থাকে। এমনকী বাচ্চাটির বুকে ঘুষিও মারে বলে অভিযোগ। মারের চোটে লুটিয়ে পড়ে সুদীপ্ত। পরে তাকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, মারের চোটেই মৃত্যু হয়েছে সুদীপ্তর। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। ফুরাদের গ্রেপ্তারের দাবিতে সরব হন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস গ্রেপ্তার করে নিয়ে যায় ফুরাদকে। বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুর বলেন, অভিযুক্ত ফুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।