নিজস্ব প্রতিনিধি, বারাসত: পঞ্চম অর্থ কমিশনের টাকা ইতিমধ্যেই দিয়েছে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনা জেলায় পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে টাকা পৌঁছে গিয়েছে। সেই টাকায় কৃষকদের স্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জেলা পরিষদ। মূলত সেচের কাজে খরচ কমাতে সোলার পাম্প বসানোর উদ্যোগ নিয়েছে দপ্তর। প্রাথমিকভাবে ১৫টি জায়গা চিহ্নিত হয়ে গিয়েছে। বাকি জায়গায় কাজ দ্রুত শুরু হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের টাকা দু’টি পর্যায়ে খরচ করা যায়। একটি হল টায়েড আর অন্যটি আনটায়েড। আনটায়েড ফান্ডে এলাকায় উন্নয়নের বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন নিজে সিদ্ধান্ত নিতে পারে। এক্ষেত্রে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আনটায়েড ফান্ডে কৃষকদের পাশে দাঁড়ানোর। জেলার বাগদা, বনগাঁ, আমডাঙা, হাবড়া, স্বরূপনগর, গাইঘাটা, দেগঙ্গা, মিনাখাঁ সহ বিস্তীর্ণ এলাকার মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। তাই সোলার পাম্প বসিয়ে যাতে কৃষকদের খরচ কিছুটা লাঘব করা যায়, সেই দিকটি গুরুত্ব দিচ্ছে জেলা পরিষদ। কৃষি ও সেচ স্থায়ী কমিটির তরফে প্রাথমিকভাবে ১৫টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এই সব পয়েন্টে
সোলার পাম্প বসাবে জেলা পরিষদ। বিল্ডিং নির্মাণ করে তার ছাদে বসানো হবে সোলার প্যানেল। থাকবে ইলেকট্রিক স্টোরেজ পয়েন্টও। অতিরিক্ত বিদ্যুৎ সঞ্চয় হবে সেখানে। সেই বিদ্যুৎ রাতে অথবা মেঘলা আবহাওয়ায় ব্যবহার করা যাবে। একটি সোলার পাম্প তৈরিতে সাড়ে ছ’লক্ষ টাকা ব্যয় হবে। এগুলি দেখভালের দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট কো-অপারেটিভ। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেখবর। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, দপ্তরের ইঞ্জিনিয়রা পরিকাঠামোর বিষয়টি দেখছেন। মে মাসেই কাজ শুরু হয়ে যাবে। প্রতিবছর ২০টি করে সোলার পাম্প বসানোর পরিকল্পনা রয়েছে।