• ট্রান্সফরমারে বিস্ফোরণ, দক্ষিণ দমদমে বিদ্যুৎ বিভ্রাট
    বর্তমান | ১৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: তীব্র দাবদাহে হু হু করে বাড়ছে বিদ্যুতের চাহিদা। দিনরাত এসি চলায় বহু জায়গায় বিদ্যুৎ বিভ্রাটও শুরু হয়েছে। কোথাও লো-ভোল্টেজের সমস্যা। বুধবার রাতে দক্ষিণ দমদম পুরসভার দক্ষিণপাড়া এলাকায় একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। আগুন লেগে যায়। ফলে বিস্তীর্ণ এলাকা থাকে বিদ্যুৎহীন অবস্থায়। বৃহস্পতিবার সকালে ওই এলাকাতেই অন্য একটি ট্রান্সফরমার ফাটার ঘটনা ঘটে। এই দুই জায়গাতেই দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সিইএসসি ও স্থানীয় কাউন্সিলারের উদ্যোগে তৎপরতার সঙ্গে কাজ হয়েছে বলে দাবি। রাতে জেনারেটর চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া চেষ্টা করা হয়। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১২টা নাগাদ দক্ষিণ দমদম পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া খালধার লাগোয়া এলাকায় একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। আশপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়ে। দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। দমকল এসে আগুন নেভায়। রাতে অনেক এলাকা বিদ্যুৎহীন অবস্থায় ছিল। ওই ওয়ার্ডের কাউন্সিলার ও দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান কস্তুরী চৌধুরি সিএসসি’র ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলার পাশাপাশি কর্মীদের কাজে লাগান। জেনারেটরের ব্যবস্থা করা হয়। রাতভর সিএসসি কর্মীরা কাজ করেন। কিছু এলাকায় ভোর চারটে নাগাদ বিদ্যুৎ ফিরে আসে। ঘণ্টাখানেক বিদ্যুৎ থাকার পর ফের সংযোগ চলে যায়।   তারপর বিকেল পর্যন্ত বিদ্যুৎ ছিল না। বিকেলে মাত্র ঘণ্টা দু’য়েক সংযোগ ফিরে আসে। তারপর সন্ধ্যা ছ’টা থেকে ফের সমস্যা শুরু হয়। এদিন সকালে ওই এলাকার সাহেববাড়ি এলাকার ট্রান্সফরমারেও বিস্ফোরণ ঘটে। এর জেরে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থায় পড়তে হয় মানুষকে। সকালে একাধিক বহুতলের পাম্প অকেজো হয়ে পড়ায় জল পেতে সমস্যা হয়। বুধবার বিকেলে ১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব সিঁথি কদমতলা বাজারে একটি বাড়ির বিদ্যুতের মিটারে আগুন লাগে। দমকল ও পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিইএসসি ঘণ্টাখানেক বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ওই বাড়িতে নতুন করে বিদ্যুতের সংযোগ দেয়। জানা গিয়েছে, প্রবল গরমে বিদ্যুতের চাহিদা মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় বরানগর, দমদম সহ শহরতলির বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। বরানগরের ২১ নম্বর ওয়ার্ডের শম্ভুনাথ দাস লেনে লো-ভোল্টেজের সমস্যা হচ্ছে। তবে সমস্ত জায়গায় সিইএসসি’র আধিকারিক ও কর্মীরা দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করছেন। সিইএসসি’র এগজিকিউটিভ ডিরেক্টর (ডিস্ট্রিবিউশন) অভিজিৎ ঘোষ বলেন, অনেকেই সিইএসসিকে না জানিয়ে বাড়িতে এসি লাগিয়েছেন। গরমে প্রচুর লোড বাড়ছে। সিংহভাগ ক্ষেত্রে তা সামাল দেওয়া হচ্ছে। দু-একটি জায়গায় সমস্যা হলেও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় আমাদের টিম রাতদিন কাজ করে পরিস্থিতি সামাল দিচ্ছে। গ্রাহকদের চাহিদা মতো দ্রুত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।  চলছে মেরামতি। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)