• মা হাসপাতালে, পিছিয়ে গেল ছেলের হত্যা মামলার শুনানি
    বর্তমান | ১৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলার অন্যতম সাক্ষী মৃত যুবকের মা মাধবী সরকার অসুস্থ হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি। আর সেই কারণে বৃহস্পতিবার কলকাতা নগর দায়েরা আদালতের (বিচারভবন) বিচারক রোহন সিনহার এজলাসে এই মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী ৩ ও ৫ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে বৃদ্ধা মাধবীদেবীর সাক্ষ্য শেষ হওয়ার কথা বলে এদিন আদালত সূত্রে জানা গিয়েছে। সিবিআই সূত্রের খবর, মৃত ওই যুবকের মা সাক্ষ্য দিতে গিয়ে আদালতে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তার ভিত্তিতে বিচারক বাড়ি থেকেই ভার্চুয়ালের মাধ্যমে বৃদ্ধার শুনানির নির্দেশ দেন। গত ১৩ মে ছিল এই মামলার শুনানি। দুপুরে নির্দিষ্ট সময়ে বৃদ্ধা সাক্ষ্যও দেন। কিন্তু সন্ধ্যার পর তিনি অসুস্থ বোধ করেন। এরপরই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সেই মর্মে বিষয়টি আদালতে জানানো হয় সিবিআইয়ের তরফেও। এদিন মৃত যুবকের দাদা বিশ্বজিৎ সরকার বলেন,‘মা দ্রুত সুস্থ হয়ে এসে ভালোয় ভালোয় আদালতে সাক্ষ্য দিক, এটাই এখন ভগাবানের প্রার্থনা করছি।’
  • Link to this news (বর্তমান)