• পাট উৎপাদনের আগাম হদিশ পেতে ইসরোর সাহায্য নিচ্ছে জুট কর্পোরেশন
    বর্তমান | ১৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎকৃষ্ট পাটের উৎপাদন বাড়াতে ইসরো’র সহায়তা নিচ্ছে জুট কর্পোরেশন অব ইন্ডিয়া (জেসিআই)। একটা সময় ছিল, যখন গোটা দেশের পাট উৎপাদন সম্পর্ক স্পষ্ট তথ্য আগে থেকে পাওয়া যেত না। এদিকে, উৎপাদন কতটা হতে চলেছে, পাটশিল্পের জন্য তা আগেভাগে জানাটা খুবই জরুরি। সেই সমস্যা কাটাতেই এবার দেশের মহাকাশ গবেষণার পীঠস্থান ইসরো’র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। গত অর্থবর্ষে এই সংক্রান্ত ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে জুট কর্পোরেশন অব ইন্ডিয়া, ন্যাশনাল জুট বোর্ড এবং এনআরএসসি-ইসরো’র সঙ্গে। জেসিআইয়ের এমডি অজয়কুমার জলি বলেন, ‘এই চুক্তির ফলে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের তরফে আঞ্চলিক পাট উৎপাদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য দেওয়া হবে আমাদের। কোথায় ফসলের কত ক্ষতি হল, তারও হদিশ পাব আমরা। অনুমান করা যাবে ফসল বিমারও। পাশাপাশি মিলবে আরও অনেক সুবিধা। এতে কৃষকের পাশাপাশি পাটশিল্পেরও সুবিধা হবে।’

    কেন্দ্রীয় সরকার আ঩গেই জানিয়েছিল, আগামী পাট মরশুমের জন্য পাটের ন্যূনতম সহায়কমূল্য বাড়ানো হবে। এদিন জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তী বলেন, ‘আগামী জুলাই থেকে নয়া পাট-বর্ষ চালু হবে এবং তা শেষ হবে ২০২৬ সালের জুন মাসে। এই মরশুমে মাঝারি মানের পাটের দাম আমরা কুইন্টাল পিছু ৫ হাজার ৬৫০ টাকা করে দেব। চলতি মরশুমে তথা পাট-বর্ষে ন্যূনতম সহায়ক মূল্য ৫ হাজার ৩৩৫ টাকা করে দেওয়া হচ্ছে। তবে কৃষকরা যাতে উন্নত মানের পাটচাষে বেশি আগ্রহী হন, তার জন্য সেরা বা এক নম্বর পাটের ন্যূনতম সহায়ক মূল্য রাখা হয়েছে ৬ হাজার ৩৫০ টাকা।’ তিনি জানান, পাটের সঙ্কট রয়েছে বলে কোথাও কোথাও প্রচার করা হচ্ছে। তার ফলে আচমকা অনেকটা দাম বৃদ্ধির প্রবণতা তৈরি হচ্ছে। কিন্তু এটা স্পষ্ট করা দরকার যে পর্যাপ্ত পাট আছে। তা শিল্পের সবরকমের চাহিদা পূরণে সহায়ক হবে। তাই এনিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই।  

    বিভাগীয় কর্তারা জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই থেকে এখনও পর্যন্ত ৫.০৫ লক্ষ কুইন্টাল পাট কিনেছে জেসিআই। আগামী জুন পর্যন্ত এই পরিমাণ আরও একটু বাড়ব। তবে এবার যেহেতু কৃষকরা একটু ভালো দাম বাজারেই পাচ্ছেন, তাই সরকার নির্ধারিত সহায়কমূল্যে পাট বিক্রির আগ্রহ ২০২৩-২৪ পাট মরশুমের তুলনায় কম। সেবার সরকার মোট ১৩.১৭ লক্ষ কুইন্টাল পাট কিনেছিল চাষিদের থেকে। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)